রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.1k পয়েন্ট) 19 বার দেখা হয়েছে
image

আমি শুনেছি রেজিস্টরের গায়ে যে বিভিন্ন কালারের যে স্ট্রাইপ গুলো থাকে সেগুলো থেকে রেজিস্টরের মান নির্ণয় করা যায়। কোন সূত্রের সাহায্যে এবং কিভাবে মান নির্ণয় করা যায় সে বিষয়ে বিস্তারিত জানতে চাই।

+3 টি ভোট

1 টি উত্তর

(1.5k পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর

কালার ব্যান্ড দেখে রেজিস্টরের মান নির্ণয়ের প্রসেস নিন্মরুপ:


  • প্রথমে রেজিস্টরের কোন প্রান্তে টলারেন্স (গোল্ড / সিলভার) কালার আছে তা দেখতে হবে।
  • টলারেন্স কালারের বিপরীত দিক থেকে কালারের নামগুলো নোট করতে হবে।
  • রেজিস্টরের গায়ে মোট যতটি কালার ব্যান্ড আছে সে অনুযায়ী মান নির্ণয়ের সূত্রে প্রতিটি কালারের মান বসিয়ে রেজিস্টরের মান নির্ণয় করতে হবে।

প্রতিটি কালারের মান:

  • কালো: 0
  • বাদামী: 1
  • লাল: 2
  • কমলা: 3
  • হলুদ: 4
  • সবুজ: 5
  • নীল: 6
  • বেগুনী: 7
  • ধূসর: 8
  • সাদা: 9
  • গোল্ড: 5%
  • সিলভার: 10%

মান নির্ণয়ের সূত্র:

  • চার ব্যান্ড: AB×10C±D%
  • পাঁচ ব্যান্ড: ABC×10D±E%

উদাহরণস্বরূপ প্রশ্নের ছবিতে থাকা রেজিস্টরটিতে চারটি কালার ব্যান্ড আছে যেগুলো হলো: সবুজ - 5, নীল - 6, কমলা - 3, । সুতরাং রেজিস্টরটির মান হলো: 
R = AB×10C±D%56×103±5% 
= 56000Ω 
= 56kΩ
নির্বাচিত করেছেন
+2 টি ভোট

এরকম আরও প্রশ্ন

225 টি প্রশ্ন

217 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...