ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট এর রেঞ্জ বৃদ্ধির পদ্ধতিগুলো নিন্মরুপঃ
কারেন্ট ট্রান্সফরমারঃ এটি নিন্ম রেঞ্জের অ্যামিটারের সাহায্যে উচ্চ কারেন্ট পরিমাপে ব্যবহার করা হয়। অ্যামিটার ছাড়াও এটি এনার্জি মিটার ও ওয়াট মিটারের কারেন্ট কয়েলের সাথেও ব্যবহার করা হয়।
পটেনশিয়াল ট্রান্সফরমারঃ এটি নিন্ম রেঞ্জের ভোল্ট মিটারের সাহায্যে উচ্চ ভোল্টেজ পরিমাপে ব্যবহার করা হয়। ভোল্টমিটার ছাড়াও এটি এনার্জি মিটার ও ওয়াট মিটারের পোটেনশিয়াল কয়েলের সাথেও ব্যবহার করা হয়।
শান্ট রেজিস্ট্যান্সঃ নিন্ম রেঞ্জের অ্যামিটার এর রেঞ্জ বৃদ্ধিতে অ্যামিটার এর সাথে প্যারালাল এ যে রেজিস্টর ব্যবহার করার পদ্ধতিকে শান্ট রেজিস্ট্যান্স পদ্ধতি বলা হয়।
পটেনশিয়াল ডিভাইডারঃ ভোল্ট মিটারের রেঞ্জ বৃদ্ধিতে পোটেনশিয়াল ডিভাইডার পদ্ধতি ব্যবহার করা হয়।
ভোল্টেজ মাল্টিপ্লায়ারঃ এ পদ্ধতিতে ভোল্ট মিটারের রেঞ্জ বৃদ্ধির জন্য ভোল্ট মিটারের সাথে সিরিজ রেজিস্টর সংযোগ করা হয়।