রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(328 পয়েন্ট) 21 বার দেখা হয়েছে

আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, তখন আমাদের প্রতিবিম্বটি পাশাপাশি উল্টে যায়। কিন্তু প্রতিবিম্বটি উপর-নিচে উল্টায় না কেন?image

+4 টি ভোট

1 টি উত্তর

(328 পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর
আপনি নিশ্চই জানেন যে আপনার পুরো শরীরটা ক্ষুদ্র ক্ষুদ্র কনায় গঠিত। আপনি যখন আয়নার সামনে দাড়ান তখন আপনার শরীরের এই ক্ষুদ্র কণার প্রত্যেকটির থেকে আলো প্রতিফলিত হয়ে আয়নায় যায় (সোজাসুজি), আবার আয়না থেকে আলো আসে আপনার চোখে (সোজাসুজি)। সাধারণভাবে আমরা আমাদের সামনে আমাদের দিকে মুখ করে দাড়ানো কারো ডান হাত নিজের বাম দিকে এবং বাম হাত ডান দিকে দেখি। কিন্তু আয়নার প্রতিবিম্বর আলো যেহেতু সোজাসুজি আসছে তাই প্রতিবিম্বতে ডান হাত ডান দিকে এবং বাম হাত বাম দিকেই দেখি। যার ফলে ডান হাত আয়নার সামনে ধরলে বাম হাতের মত লাগে আবার বাম হাত ধরলে ডান হাত (সোজাসুজি আলো প্রতিফলিত হওয়ার দরুন)।

আর এই কারণেই আয়নার সামনে দাঁড়ালে আপনি আপনার পাশাপাশি উল্টো অবস্থা প্রত্যক্ষণ করেন কিন্তু উপরে-নীচে সোজাই দেখতে পান (মূলত প্রতিবিম্ব কোনো দিকেই উল্টায় না)।
নির্বাচিত করেছেন
+2 টি ভোট

এরকম আরও প্রশ্ন

228 টি প্রশ্ন

219 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...