আপনি নিশ্চই জানেন যে আপনার পুরো শরীরটা ক্ষুদ্র ক্ষুদ্র কনায় গঠিত। আপনি যখন আয়নার সামনে দাড়ান তখন আপনার শরীরের এই ক্ষুদ্র কণার প্রত্যেকটির থেকে আলো প্রতিফলিত হয়ে আয়নায় যায় (সোজাসুজি), আবার আয়না থেকে আলো আসে আপনার চোখে (সোজাসুজি)। সাধারণভাবে আমরা আমাদের সামনে আমাদের দিকে মুখ করে দাড়ানো কারো ডান হাত নিজের বাম দিকে এবং বাম হাত ডান দিকে দেখি। কিন্তু আয়নার প্রতিবিম্বর আলো যেহেতু সোজাসুজি আসছে তাই প্রতিবিম্বতে ডান হাত ডান দিকে এবং বাম হাত বাম দিকেই দেখি। যার ফলে ডান হাত আয়নার সামনে ধরলে বাম হাতের মত লাগে আবার বাম হাত ধরলে ডান হাত (সোজাসুজি আলো প্রতিফলিত হওয়ার দরুন)।
আর এই কারণেই আয়নার সামনে দাঁড়ালে আপনি আপনার পাশাপাশি উল্টো অবস্থা প্রত্যক্ষণ করেন কিন্তু উপরে-নীচে সোজাই দেখতে পান (মূলত প্রতিবিম্ব কোনো দিকেই উল্টায় না)।