avatar
+৫ টি ভোট

আয়নাতে আমাদের প্রতিবিম্ব উপরে-নীচে উল্টায় না কেন?

আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, তখন আমাদের প্রতিবিম্বটি পাশাপাশি উল্টে যায়। কিন্তু প্রতিবিম্বটি উপর-নিচে উল্টায় না কেন?image

1 টি উত্তর

avatar
+৩ টি ভোট
আপনি নিশ্চই জানেন যে আপনার পুরো শরীরটা ক্ষুদ্র ক্ষুদ্র কনায় গঠিত। আপনি যখন আয়নার সামনে দাড়ান তখন আপনার শরীরের এই ক্ষুদ্র কণার প্রত্যেকটির থেকে আলো প্রতিফলিত হয়ে আয়নায় যায় (সোজাসুজি), আবার আয়না থেকে আলো আসে আপনার চোখে (সোজাসুজি)। সাধারণভাবে আমরা আমাদের সামনে আমাদের দিকে মুখ করে দাড়ানো কারো ডান হাত নিজের বাম দিকে এবং বাম হাত ডান দিকে দেখি। কিন্তু আয়নার প্রতিবিম্বর আলো যেহেতু সোজাসুজি আসছে তাই প্রতিবিম্বতে ডান হাত ডান দিকে এবং বাম হাত বাম দিকেই দেখি। যার ফলে ডান হাত আয়নার সামনে ধরলে বাম হাতের মত লাগে আবার বাম হাত ধরলে ডান হাত (সোজাসুজি আলো প্রতিফলিত হওয়ার দরুন)।

আর এই কারণেই আয়নার সামনে দাঁড়ালে আপনি আপনার পাশাপাশি উল্টো অবস্থা প্রত্যক্ষণ করেন কিন্তু উপরে-নীচে সোজাই দেখতে পান (মূলত প্রতিবিম্ব কোনো দিকেই উল্টায় না)।

এরকম আরও প্রশ্ন

avatar
+৪ টি ভোট
আয়নাতে লেখা উল্টা দেখায় কেন?
আয়নাতে লেখা সহ সবকিছু উল্টা দেখা যায়। এরকম টা কেন হয়?
avatar
+৫ টি ভোট
আমাদের সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি এবং কেন?
আমাদের সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি এবং কি কারনে উক্ত গ্রহ সবচেয়ে বেশি উত্তপ্ত?
avatar
+৩ টি ভোট
পৃ‌থিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পরে যাই না কেন?
পৃ‌থিবী সৃ‌ষ্টিকাল থেকে ঘুরছে। কিন্তু পৃ‌থিবীতে আমরা পৃ‌থিবীর এই অনবরত ঘূর্ণন উপল‌ব্দি করতে পার‌ছি না কেন? এই প্র‌তি‌নিয়ত চলমান ঘূর্ণনে আমরা কেন ছিটকে পর‌ছি না?
avatar
+৩ টি ভোট
ডুবে যাওয়া জাহাজ উদ্ধার করা হয় না কেন?
জাহাজ একবার ডুবে গেলে সেটা উদ্ধার করে সমুদ্রের তলদেশ থেকে তুলে আনা হয়না কেন?
avatar
+৩ টি ভোট
আমরা বাসা-বাড়িতে দৈনন্দিন কাজে এসি বিদ্যুৎ এর পরিবর্তে ডিসি বিদ্যুৎ সাপ্লাই কেন ব্যবহার করি না?
যেমনটা আমরা জানি এসি বিদ্যুৎ ডিসির তুলনায় অনেক বেশি বিপদজনক। তাছাড়া আমরা এসিতে যেসব অ্যাপ্লায়েন্স ব্যবহার করি সেগুলোর সবগুলোর ডিসিতে চালানোর মত রিপ্লেসমেন্ট সম্ভব, আবার অনেক অ্যাপ্লায়েন্স বিশেষ করে ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স গুলো এসি বিদ্যুৎ ডিসিতে রুপান্তর করার পর তবেই ব্যবহার করে। তাহলে আমরা বাসা বাড়িতে ডিসি পাওয়ার কেন ব্যবহার করি না?

২৮৭ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

alaminhossain ১৯ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৩ ২২৭ একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
...