রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(328 পয়েন্ট) 26 বার দেখা হয়েছে
জাহাজ একবার ডুবে গেলে সেটা উদ্ধার করে সমুদ্রের তলদেশ থেকে তুলে আনা হয়না কেন?
+2 টি ভোট

1 টি উত্তর

(328 পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর

ধরুন কোন জাহাজ না ভেঙে সমুদ্রের তলদেশে গিয়ে পৌঁছলো। এবার তাতে মজুত পণ্য আর ব্যবহার যোগ্য থাকার কথা নয়। ধরে নিলাম পণ্য গুলো ব্যবহারের উপযোগী।  তারপরও তা রিকোভার করার ক্ষেত্রে অনেক বাধা এসে দাড়ায়। 

  1. কোন স্থানে জাহাজ ডুবেছে তা নির্নয় করা (যদিও অসম্ভব নয় তবে সময় ও খরচ সাপেক্ষ)।
  2. জাহাজ তোলার ক্ষেত্রে অনেক লোক এবং খরচ।
  3. সেই জাহাজ রেসকিউ করে তাকে বাণিজ্য ক্ষেত্রে কাজে লাগাতে সেই জাহাজ মেরামত করার খরচ।


সব মিলিয়ে মোট যা খরচ তাতে আরেকটি জাহাজ নির্মাণ সম্ভব!

নির্বাচিত করেছেন
+1 টি ভোট

এরকম আরও প্রশ্ন

228 টি প্রশ্ন

219 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...