জাহাজ একবার ডুবে গেলে সেটা উদ্ধার করে সমুদ্রের তলদেশ থেকে তুলে আনা হয়না কেন?
ধরুন কোন জাহাজ না ভেঙে সমুদ্রের তলদেশে গিয়ে পৌঁছলো। এবার তাতে মজুত পণ্য আর ব্যবহার যোগ্য থাকার কথা নয়। ধরে নিলাম পণ্য গুলো ব্যবহারের উপযোগী। তারপরও তা রিকোভার করার ক্ষেত্রে অনেক বাধা এসে দাড়ায়।
সব মিলিয়ে মোট যা খরচ তাতে আরেকটি জাহাজ নির্মাণ সম্ভব!