avatar
+২ টি ভোট

ডুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং (CE) এ ভর্তির জন্য কোন বিভাগগুলোর ছাত্ররা আবেদন করতে পারবে?

ডুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য কোন কোন ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা সম্পন্নকারী ছাত্ররা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।

1 টি উত্তর

avatar
+২ টি ভোট

ডুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য মোট পাঁচটি বিভাগে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্নকৃত স্টুডেন্টরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে, এই পাঁচটি বিভাগ নিম্নরূপ:


  1. সিভিল টেকনোলজি
  2. সর্ভেইং টেকনোলজি
  3. এনভায়রনমেন্টাল টেকনোলজি
  4. সিভিল উড টেকনোলজি
  5. কনস্ট্রাকশন টেকনোলজি


এই পাঁচটি বিভাগে যারা গত দুই বছরে সিজিপিএ ৩.০ থেকে ৪.০ এর মধ্যে রেজাল্ট পেয়ে ডিপ্লোমা পাশ করেছে তারাই সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

avatar

এরকম আরও প্রশ্ন

avatar
+৩ টি ভোট
ডুয়েটে মিকানিকাল ইঞ্জিনিয়ারিং (ME) এ কোন বিভাগগুলোর ছাত্ররা ভর্তি হতে পারবে?
ডুয়েটে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য কোন কোন ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা সম্পন্নকারী ছাত্ররা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।
avatar
+২ টি ভোট
ডুয়েটে ইইই (EEE) বিভাগে ভর্তির জন্য কোন কোন বিভাগের ছাত্ররা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে?
ডুয়েটে ইইই (EEE) বিভাগে ভর্তির জন্য কোন কোন বিভাগের ছাত্ররা  ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে?
avatar
+২ টি ভোট
ডুয়েটে কি কি বিভাগ আছে এবং কোন বিভাগের আসন সংখ্যা কতটি?
ঢাকা ইউনিভর্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (ডুয়েট) এ বর্তমানে কোন কোন ডিপার্টমেন্ট আছে এবং কোন ডিপার্টমেন্ট এ কতটি সিট আছে সেগুলো জানতে চাচ্ছি।
avatar
+৩ টি ভোট
প্লে স্টোর থেকে কোন অ্যাপ ডাউনলোড করতে পারি না যায়গা না থাকার কারনে, কোন উপায় আছে?
পুরাতন ফোনে জায়গা না থাকার কারনে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারি না। এখন কি উপায়ে ডাউনলোড করতে পারবো?

টি উত্তর
+১ টি ভোট
কোন পানির ট্যাপ এ পানি আশেপাশে ছড়ায় না?
আমি এক ধরনের ট্যাপ দেখেছি যেগুলোতে পানি একটুও ছড়ায় না। সাধারণ ট্যাপ ব্যবহারের সময় ফুল স্পিডে থাকলে অজু করতে গিয়েও শরীর ভিজে যায় কিন্তু ওই ট্যাপ গুলোতে সেটা হয় না।

২৮৭ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

alaminhossain ১৯ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৩ ২২৭ একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
...