ওয়াটার হিটার এবং গিজার এর মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো।
ওয়াটার হিটার হচ্ছে সেই সিস্টেম যেখানে কোনো ইলেকট্রিক হিটিং এলিমেন্ট এর সাহায্যে পানিতে হিট ট্রান্সফার করে পানি গরম করা হয়। ওয়াটার হিটার একটি পানির স্টোরেজ হতে পারে যার মধ্যে হিটিং এলিমেন্ট বসানো আছে এবং এতে পানি দিলে পানি গরম হয়। অথবা একটি হিটিং এলিমেন্ট যেটা পানির স্টোরেজে স্থাপন করলে পানি গরম করে।
গিজার একটি বদ্ধ ওয়াটার হিটিং সিস্টেম যেটা সরাসরি পানির সোর্স এর সাথে সংযুক্ত থাকে এবং সরাসরি গরম পানি সরবরাহ করে। মূলত গিজার ও এক ধরনের ওয়াটার হিটার।
তো গিজার এবং ওয়াটার হিটারের বর্ণনা থেকে বোঝা যায় গিজার একটি বদ্ধ এবং অটোমেটিক সিস্টেম যেটা শুধু মাত্র একটি বাটন প্রেস করলেই গরম পানি সরবরাহ করতে সক্ষম। অপরদিকে ওয়াটার হিটার ম্যানুয়ালি অপারেট করতে হয়।