avatar
+3 টি ভোট

পৃ‌থিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পরে যাই না কেন?

পৃ‌থিবী সৃ‌ষ্টিকাল থেকে ঘুরছে। কিন্তু পৃ‌থিবীতে আমরা পৃ‌থিবীর এই অনবরত ঘূর্ণন উপল‌ব্দি করতে পার‌ছি না কেন? এই প্র‌তি‌নিয়ত চলমান ঘূর্ণনে আমরা কেন ছিটকে পর‌ছি না?

1 টি উত্তর

avatar
+3 টি ভোট

আমরা পৃথিবীর ঘূর্ণনের কারণে ছিটকে পড়ে না যাওয়ার পিছনে দায়ী মাধ্যাকর্ষণ শক্তি।


আমরা এবং পৃথিবী একই ঘূর্ণন গতির অধীন। পৃথিবী যখন তার অক্ষের উপর ঘোরে, তখন আমরা সহ এর পৃষ্ঠের বস্তুগুলিও এর সাথে ঘোরে। এই ঘূর্ণন গতি একটি কেন্দ্রাতিগ শক্তি (সেন্ত্রিফিউগাল ফোর্স) তৈরি করে যা আমাদের পৃথিবীর পৃষ্ঠ থেকে দূরে সরিয়ে নিতে চায়। অপরদিকে মাধ্যাকর্ষণ সবকিছুকে পৃথিবীর কেন্দ্রের দিকে টেনে নিতে চায়। যাইহোক, পৃথিবীর ঘূর্ণনের ফলে সৃষ্ট কেন্দ্রাতিগ শক্তি এবং মাধ্যাকর্ষণ শক্তি পরস্পরের বিপরীত দিকে কাজ করে। এই দুটি শক্তি (মাধ্যাকর্ষণ এবং কেন্দ্রাতিগ শক্তি) একে অপরের সাথে ভারসাম্য বজায় রাখে, যার ফলে একটি স্থিতিশীল ভারসাম্য তৈরি হয় ফলে পৃথিবীর পৃষ্ঠের বস্তুগুলি ছিটকে পড়ে যায় না।

এরকম আরও প্রশ্ন

avatar
+5 টি ভোট
অভিকর্ষজ ত্বরণ কি?
এই বিষয়টি বিস্তারিত বিবরণ চাই।
avatar
+3 টি ভোট
আমরা বাসা-বাড়িতে দৈনন্দিন কাজে এসি বিদ্যুৎ এর পরিবর্তে ডিসি বিদ্যুৎ সাপ্লাই কেন ব্যবহার করি না?
যেমনটা আমরা জানি এসি বিদ্যুৎ ডিসির তুলনায় অনেক বেশি বিপদজনক। তাছাড়া আমরা এসিতে যেসব অ্যাপ্লায়েন্স ব্যবহার করি সেগুলোর সবগুলোর ডিসিতে চালানোর মত রিপ্লেসমেন্ট সম্ভব, আবার অনেক অ্যাপ্লায়েন্স বিশেষ করে ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স গুলো এসি বিদ্যুৎ ডিসিতে রুপান্তর করার পর তবেই ব্যবহার করে। তাহলে আমরা বাসা বাড়িতে ডিসি পাওয়ার কেন ব্যবহার করি না?
avatar
+3 টি ভোট
বজ্রপাতে আলো আগে শব্দ পরে হয় কেন?

কোথাও বজ্রপাত হলে আমরা শব্দ পরে শুনি কেন?


image
Image Credit Tasos Mansour
avatar
+3 টি ভোট
ডুবে যাওয়া জাহাজ উদ্ধার করা হয় না কেন?
জাহাজ একবার ডুবে গেলে সেটা উদ্ধার করে সমুদ্রের তলদেশ থেকে তুলে আনা হয়না কেন?
avatar
+5 টি ভোট
আয়নাতে আমাদের প্রতিবিম্ব উপরে-নীচে উল্টায় না কেন?

আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, তখন আমাদের প্রতিবিম্বটি পাশাপাশি উল্টে যায়। কিন্তু প্রতিবিম্বটি উপর-নিচে উল্টায় না কেন?image

242 টি প্রশ্ন

234 টি উত্তর

28 টি মন্তব্য

34 জন সদস্য

সাম্প্রতিক ব্যাজ সমুহ

easoyeb 11 39 196 একটি ব্যাজ পেয়েছেন
whoever 7 38 187 একটি ব্যাজ পেয়েছেন
easoyeb 11 39 196 একটি ব্যাজ পেয়েছেন
whoever 7 38 187 একটি ব্যাজ পেয়েছেন
whoever 7 38 187 একটি ব্যাজ পেয়েছেন

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar
  2. avatar
  3. avatar
...