avatar
+৪ টি ভোট

রেজিস্টর টলারেন্স কি?

আমরা জা‌নি, বে‌সিক হিসেবে টলা‌রেন্স না জানলেও চলবে কিন্তু সা‌র্কিট প্রবাহ জানতে হলে তা জানা অত্যাবশ্যক। সেক্ষেত্রে রেজিস্টর টলারেন্স বলতে কি বুঝায়?

1 টি উত্তর

avatar
+২ টি ভোট

রেজিস্টর যখন তৈরী করা হয় তখন রেজিস্টর একবারে সঠিক মাপে তৈরী করা সম্ভব না কিছু পরিমাপের পার্থক্য থেকে যায়। এটাকেই রেজিস্টর টলারেন্স বলা হয়। যা ১%-২০% এর মধ্যে হতে পারে। রেজিস্টরের টলারেন্সকে একটি চতুর্থ কালার ব্যান্ড দিয়ে প্রকাশ করা হয়।


আরো জানুন:

এরকম আরও প্রশ্ন

avatar
+৪ টি ভোট
রেজিস্টরের রঙ থেকে রেজিস্টরের মান নির্ণয় করবো কিভাবে?
image

আমি শুনেছি রেজিস্টরের গায়ে যে বিভিন্ন কালারের যে স্ট্রাইপ গুলো থাকে সেগুলো থেকে রেজিস্টরের মান নির্ণয় করা যায়। কোন সূত্রের সাহায্যে এবং কিভাবে মান নির্ণয় করা যায় সে বিষয়ে বিস্তারিত জানতে চাই।

avatar
+২ টি ভোট
মোবাইল ফোনের ব্যাটারিতে একটি অতিরিক্ত তৃতীয় কন্টাক্ট পয়েন্ট থাকে কেন?
image

যেমনটা আমরা জানি, যে কোনো ডিসি ব্যাটারি বা সেল এ দুটি টার্মিনাল থাকে। কিন্তু মোবাইল ফোনের ব্যাটারির ক্ষেত্রে দেখা যায় যে দুটির পরিবর্তে তিনটি আবার কখনো চারটি টার্মিনাল থাকে। এই অতিরিক্ত টার্মিনাল এর কাজ কি?

avatar
+৪ টি ভোট
একটি মেগারে কী কী টার্মিনাল থাকে?
একটি মেগারে কী কী টার্মিনাল থাকে?
avatar
+৩ টি ভোট
আইপিএস (IPS) এবং ইউপিএস (UPS) এর মধ্যে পার্থক্য কি?
আইপিএস এবং ইউপিএস উভয়ই বিদ্যুৎ না থাকলে সেসময় বিদ্যুৎ সাপ্লাই অব্যাহত রাখে। তাহলে এদের মধ্যে পার্থক্য মূলত কোন জায়গায়।
avatar
+৩ টি ভোট
বৈদুতিক টেস্টার কিভাবে কাজ করে?
বৈদুতিক টেস্টার কিভাবে কাজ করে? টেস্টার ব্যবহার এর সময় আমরা শক পাইনা কেন?

২৮৭ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

alaminhossain ১৯ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৩ ২২৭ একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
...