আমি বিজ্ঞান নিয়ে কথা বলতে ভালোবাসি, বিজ্ঞানকে জানতে পচ্ছন্দ করি।
রেজিস্টর যখন তৈরী করা হয় তখন রেজিস্টর একবারে সঠিক মাপে তৈরী করা সম্ভব না কিছু পরিমাপের পার্থক্য থেকে যায়। এটাকেই রেজিস্টর টলারেন্স বলা হয়। যা ১%-২০% এর মধ্যে হতে পারে। রেজিস্টরের টলারেন্সকে একটি চতুর্থ কালার ব্যান্ড দিয়ে প্রকাশ করা হয়।