রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(328 পয়েন্ট) 29 বার দেখা হয়েছে
আমরা জা‌নি, বে‌সিক হিসেবে টলা‌রেন্স না জানলেও চলবে কিন্তু সা‌র্কিট প্রবাহ জানতে হলে তা জানা অত্যাবশ্যক। সেক্ষেত্রে রেজিস্টর টলারেন্স বলতে কি বুঝায়?
+4 টি ভোট

1 টি উত্তর

(328 পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর

রেজিস্টর যখন তৈরী করা হয় তখন রেজিস্টর একবারে সঠিক মাপে তৈরী করা সম্ভব না কিছু পরিমাপের পার্থক্য থেকে যায়। এটাকেই রেজিস্টর টলারেন্স বলা হয়। যা ১%-২০% এর মধ্যে হতে পারে। রেজিস্টরের টলারেন্সকে একটি চতুর্থ কালার ব্যান্ড দিয়ে প্রকাশ করা হয়।


আরো জানুন:
নির্বাচিত করেছেন
+1 টি ভোট

এরকম আরও প্রশ্ন

225 টি প্রশ্ন

217 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...