বজ্রপাত খুব অল্প সময়ের জন্য স্থায়ী হয়। কিন্তু এতো অল্প সময়ের মধ্যে বজ্রপাতে এতো শব্দ হয় কেন?
বজ্রপাতে সৃষ্ট প্রচন্ড তাপের ফলে বাতাসে সংকোচন প্রসারণের সৃষ্টি হয়। সেখান থেকে তীব্র শব্দের উৎপত্তি হয়।
বজ্রপাতে সৃষ্ট প্রচন্ড তাপমাত্রা পাশের বায়ুমণ্ডল কে খুব জোরে চাপ দেয় বা প্রসারিত করে। এর জন্য শব্দ হয়, যেমন ঠান্ডা জলে যদি গরম লোহার রড প্রবেশ করাই একটা শব্দ উৎপন্ন হবে বা রান্না করার সময় গরম তেলে ঠান্ডা কিছু দিলে শব্দ হয়।