avatar
+৩ টি ভোট

ইলেকট্রিক ট্রেন এর ওভারহেড লাইনগুলো কত ভোল্টেজ এ পাওয়ার ট্রান্সমিট করে?

ইলেকট্রিক ট্রেন এর ওভারহেড লাইনগুলো ট্রেন চালানোর জন্য সাধারণত কত ভোল্টেজ এর পাওয়ার ট্রান্সমিট করে? কত ফেজ থাকে?

1 টি উত্তর

avatar
+৩ টি ভোট

সাধারণত ইলেকট্রিক ট্রেনের ওভারহেড লাইন এর মধ্য দিয়ে 25 হাজার ভোল্টে এক ফেজে পাওয়ার ট্রান্সমিট করা হয়। ইলেকট্রিক ট্রেনের মোটর সাধারণত 1 হাজার থেকে 1.5 হজার ভোল্ট এ অপারেট হয়। তাই ট্রেনের মধ্যে প্রথমে এক ফেজ এসি পাওয়ারকে ডিসি পাওয়ারে কনভার্ট করা হয়। এর পর ডিসি পাওয়ারকে ট্রেনের মোটর চালানোর জন্য উপযোগী তিন ফেজ এসি পাওয়ারে কনভার্ট করে ট্রেনের মোটরে সরবরাহ করা হয়।


এক থেকে দেড় হাজার ভোল্টের প্রয়োজন হওয়া সত্বেও 25 হাজার ভোল্টে পাওয়ার ট্রান্সমিট করার কারণ জানতে নিচের প্রশ্নের নির্বাচিত উত্তরটি দেখতে পারেন।

ইলেকট্রিক পাওয়ার অনেক হাই ভোল্টেজে ট্রান্সমিট করার কারণ কি?

এরকম আরও প্রশ্ন

avatar
+৪ টি ভোট
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ অনেক হাই ভোল্টেজে ট্রান্সমিট করার কারণ কি?
সাধারণত 11KV তে বিদ্যুৎ উৎপাদনের পর ট্রান্সমিশনের সময় ভোল্টেজ অনেক হাই করে ট্রান্সমিট করা হয়। এই উচ্চ ভোল্টেজে ট্রান্সমিট করার পিছনে মূল কারণ কি?
avatar
+৩ টি ভোট
লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজের মধ্যে পার্থক্য কি?
ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লাইন বিষয়ক আলোচনায় লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ এর উল্লেখ দেখা যায়, এই দুটো কি একই নাকি ভিন্ন। ভিন্ন হলে এদের মধ্যে ভিন্নতা জানতে চাই।
avatar
+৩ টি ভোট
ইলেকট্রিসিটি ভোল্টেজ গুলো সাধারণত ১১ দ্বারা বিভাজ্য হয় কেন?
ইলেকট্রিক ট্রান্সমিশন কিংবা ডিস্ট্রিবিউশন ভোল্টেজ গুলো সাধারণত দেখা যায় 11 দ্বারা বিভাজ্য হয়, যেমন 220 ভোল্ট, 440 ভোল্ট, 11 কেভি, 33 কেভি, 66 কেভি, 132 কেভি ইত্যাদি। এই সংখ্যার পিছনে কোনো বিশেষ কারণ আছে কি?
avatar
+২ টি ভোট
পাওয়ার ফ্যাক্টর এর মান কত হতে কত পর্যন্ত হতে পারে?
পাওয়ার ফ্যাক্টর এর মান ০ থেকে ১ পর্যন্ত হতে পারে।


পাওয়ার ফ্যাক্টর হলো অ্যাক্টিভ/প্রকৃত পাওয়ার এবং অ্যাপ্যারেন্ট/মোট ব্যয়কৃত পাওয়ার এর অনুপাত। ০ বলতে বোঝায় লোড সম্পূর্ণরূপে রিয়্যাক্টিভ, অর্থাৎ বিদ্যুৎ দ্বারা প্রকৃত কোনো কাজ সম্পন্ন হচ্ছে না। ১ বলতে বোঝায় লোড সম্পূর্ণরূপে রিয়েল, অর্থাৎ বিদ্যুৎ সম্পূর্ণরূপে প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হচ্ছে।


সাধারণত, পাওয়ার ফ্যাক্টর এর মান ০.৮ থেকে ১ এর মধ্যে থাকে। পাওয়ার ফ্যাক্টর এর মান যত বেশি হবে, তত বেশি বিদ্যুৎ প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হবে। পাওয়ার ফ্যাক্টর এর মান কম হলে, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় অপচয় হয়।


পাওয়ার ফ্যাক্টর এর মান উন্নত করার জন্য ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করা হয়। ক্যাপাসিটর ব্যাংক লোডের রিয়্যাক্টিভ কারেন্টকে কমিয়ে পাওয়ার ফ্যাক্টর এর মান বাড়ায়।

avatar
+৪ টি ভোট
ক্যাপাসিটর ব্যাংক কিভাবে পাওয়ার ফ্যাক্টর উন্নত করতে সাহায্য করে?
উক্ত প্রশ্নের উত্তরে পাওয়ার ফ্যাক্টর উন্নত করার বিভিন্ন পদ্ধতিতে মধ্যে ক্যাপাসিটর ব্যাংক এর ও উল্লেখ রয়েছে। আমার প্রশ্ন হলো এটি কিভাবে কাজ করে?

২৮৭ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

alaminhossain ১৯ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৩ ২২৭ একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
...