ইলেকট্রিক ট্রেন এর ওভারহেড লাইনগুলো ট্রেন চালানোর জন্য সাধারণত কত ভোল্টেজ এর পাওয়ার ট্রান্সমিট করে? কত ফেজ থাকে?
সাধারণত ইলেকট্রিক ট্রেনের ওভারহেড লাইন এর মধ্য দিয়ে 25 হাজার ভোল্টে এক ফেজে পাওয়ার ট্রান্সমিট করা হয়। ইলেকট্রিক ট্রেনের মোটর সাধারণত 1 হাজার থেকে 1.5 হজার ভোল্ট এ অপারেট হয়। তাই ট্রেনের মধ্যে প্রথমে এক ফেজ এসি পাওয়ারকে ডিসি পাওয়ারে কনভার্ট করা হয়। এর পর ডিসি পাওয়ারকে ট্রেনের মোটর চালানোর জন্য উপযোগী তিন ফেজ এসি পাওয়ারে কনভার্ট করে ট্রেনের মোটরে সরবরাহ করা হয়।
এক থেকে দেড় হাজার ভোল্টের প্রয়োজন হওয়া সত্বেও 25 হাজার ভোল্টে পাওয়ার ট্রান্সমিট করার কারণ জানতে নিচের প্রশ্নের নির্বাচিত উত্তরটি দেখতে পারেন।
ইলেকট্রিক পাওয়ার অনেক হাই ভোল্টেজে ট্রান্সমিট করার কারণ কি?
২৮৭ টি প্রশ্ন
২৭৬ টি উত্তর
২৯ টি মন্তব্য
৪৫ জন সদস্য