রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.2k পয়েন্ট) 36 বার দেখা হয়েছে
ইন্টারনেট কিংবা ডিজিটাল ডেটা গননার জন্য কিলোবাইট, মেগাবাইট ইত্যাদি ব্যবহার করা। এখন আমি জানতে চাচ্ছি মেগাবাইট, গিগাবাইট টেরাবাইট করে এভাবে কতদুর পর্যন্ত যায়। এর সবচেয়ে বড় একক এর নাম কি। সেটা কত বড়।
+4 টি ভোট

1 টি উত্তর

(1.1k পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর

ডিজিটাল ডাটার সবচেয়ে বড় ইউনিট/একক হলো ইয়টাবাইট(YB) যায় মান 280 বাইট এর সমান।


SI পদ্ধতির সকল ডাটা ইউনিট এর লিস্ট:

  1. বাইট (B)
  2. কিলোবাইট (KB) - 210 বাইট
  3. মেগাবাইট (MB) - 220 বাইট
  4. গিগাবাইট (GB) - 230 বাইট
  5. টেরাবাইট (TB) - 240 বাইট
  6. পেটাবাইট (PB) - 250 বাইট
  7. এক্সাবাইট (EB) - 260 বাইট
  8. যেটাবাইট (ZB) - 270 বাইট
  9. ইয়টাবাইট (YB) - 280 বাইট
নির্বাচিত করেছেন
+3 টি ভোট

এরকম আরও প্রশ্ন

228 টি প্রশ্ন

219 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...