avatar
+৩ টি ভোট

মোবাইলে ভেক্টর আর্ট তৈরির জন্য কোনো অ্যাপ আছে? থাকলে বেস্ট কোনটি?

মোবাইলে অ্যাডোব ইলাস্ট্রেটর এর মতো ভেক্টর আর্ট তৈরি করার জন্য কোনো অ্যাপ আছে কি? থাকলে এদের মধ্যে বেস্ট অ্যাপটির নাম বলুন।

1 টি উত্তর

avatar
+৩ টি ভোট

এখন পর্যন্ত ভেক্টর আর্ট তৈরির সেরা মোবাইল অ্যাপ Infinite Design. এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। তবে কিছু কিছু ফোনে এটা ডিভাইজ আনসাপোর্টেড দেখায় প্লে স্টোরে (আমার ফোনেও দেখায়)। আনসাপোর্টেড দেখলে প্লে স্টোর বাদে গুগলে সার্চ করে ডাউনলোড করে ইনস্টল করে নিয়েন। আনসাপোর্টেড দেখলেও কাজ করবে কোনো সমস্যা নেই। ইনস্টল করতে চাইলে এই লিংকে গিয়ে ইনস্টল করুন।

এরকম আরও প্রশ্ন

avatar
+৪ টি ভোট
ভাষা শেখার জন্য কোন অ্যাপ আছে?
আমি আরবি ভাষা শিখতে চাই। এমন কোন অ্যাপ আছে যেটা দিয়ে আমি আরবি সহ যে কোন বিদেশ ভাষা শিখতে পারবো।
avatar
+৪ টি ভোট
ইউটিউব অ্যাপ কেটে দিলে ভিডিও চলবে এমন কোনো উপায় আছে?
ইউটিউব এ কোনো ভিডিও চলাকালে অ্যাপটি কেটে দিলে ভিডিও চলা বন্ধ হয়ে যায় কেন? এমন কি কোনো উপায় আছে যে, অ্যাপ কেটে দিলেও ভিডিও চলবে?
avatar
+৩ টি ভোট
প্লে স্টোর থেকে কোন অ্যাপ ডাউনলোড করতে পারি না যায়গা না থাকার কারনে, কোন উপায় আছে?
পুরাতন ফোনে জায়গা না থাকার কারনে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারি না। এখন কি উপায়ে ডাউনলোড করতে পারবো?

টি উত্তর
avatar
+২ টি ভোট
অ্যান্ড্রয়েড ফোনে ওয়েবপেজ ইন্সপেকট করবো কিভাবে?
অ্যান্ড্রয়েড ফোনের জন্য এমন কোনো ওয়েব ব্রাউজার আছে কি যেটা দিয়ে ওয়েবপেজের এলিমেন্ট ইন্সপেকট করা যাবে।
avatar
+৩ টি ভোট
ইলেকট্রনিক্স সার্কিট সিমুলেশন এর জন্য বেস্ট ফ্রি সফটওয়্যার কোনটি?
কম্পিউটারে ইলেকট্রনিক্স সার্কিট ডিজাইন এবং সিমুলেশন এর জন্য অনেক ফ্রি এবং পেইড সটওয়্যার আছে। আমি ফ্রি সটওয়্যারগুলোর মধ্যে বেস্ট সফটওয়্যারটির নাম জানতে চাচ্ছি

২৮৭ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

alaminhossain ১৯ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৩ ২২৭ একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
...