ইউনিভার্সাল মোটর কি? কোনো কোন ক্ষেত্রে এই মোটর ব্যবহার করা হয়?
ইউনিভার্সাল মোটর একটি বিশেষ ধরনের মোটর যা এসি এবং ডিসি উভয় ধরনের সাপ্লাই এ কাজ করে।
ইউনিভার্সাল মোটরে ডিসি সিরিজ মোটরের মতো ইউনিভার্সাল মোটরে আর্মেচার এবং ফিল্ড সিরিজে সংযুক্ত থাকে। ফলে আর্মেচার এবং ফিল্ড এর মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হওয়ায় এই মোটর যখন এসি সাপ্লাই এ সংযুক্ত থাকে তখন নেগেটিভ হাফ সাইকেল এর সময় আর্মেচার এবং ফিল্ড উভয়ের ম্যাগনেটিক ফিল্ডের দিক পরিবর্তিত হয় ফলে ঘূর্ণনের দিক অপরিবর্তিত থাকে। ইউনিভার্সাল মোটরের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এসি কিংবা ডিসি উভয় সাপ্লাই এ পোলারিটি পরিবর্তন হলেও এর ঘূর্ণনের দিক পরিবর্তন হয় না।
২৮৭ টি প্রশ্ন
২৭৬ টি উত্তর
২৯ টি মন্তব্য
৪৫ জন সদস্য