রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.2k পয়েন্ট) 227 বার দেখা হয়েছে
ভোল্টেজ স্টেবিলাইজার (Voltage Stabilizer) কি? এটার কাজ কি? কখন এটি ব্যবহার করা গুরুত্বপূর্ণ?
+4 টি ভোট

1 টি উত্তর

(1.5k পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর
ভোল্টেজ স্টেবিলাইজার এমন একটি ডিভাইস যা ইলেকট্রিক্যাল সিস্টেম এ একটি নির্দিষ্ট ভোল্টেজ লেভেল বজায় রাখার মাধ্যমে পাওয়ার সিস্টেম এর ভোল্টেজ ওঠানামার থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতিকে রক্ষা করে। ভোল্টেজ স্টেবিলাইজার এর ইনপুট ভোল্টেজ ওঠানামা করলেও এটি আউটপুট ভোল্টেজ সর্বদা একটি নির্দিষ্ট লেভেল এ রাখে।

যেসব অঞ্চলে বিদ্যুৎ এর সাপ্লাই ভোল্টেজ অনিয়মিত ভাবে ওঠানামা করে সেসব এলাকায় ভোল্টেজ ফ্লাকচুয়েশন এর ফলে হওয়া ক্ষতি থেকে কম্পিউটার, রেফ্রিজারেটর, টেলিভিশন, এয়ার কন্ডিশনার এর মত সেনসিটিভ ডিভাইস গুলো রক্ষা করতে ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করা হয়। ভোল্টেজ স্টেবিলাইজার গুলো সাধারণত অটো ট্রান্সফরমার, ট্যাপ চেঞ্জার এর মতো টেকনিক ব্যবহার করে ভোল্টেজ লেভেল নিয়ন্ত্রণে রাখে।

ভোল্টেজ ফ্লাকচুয়েশন কত হলে ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করা উচিত সেটা মূলত নির্ভর করে আপনি যে ডিভাইসের জন্য ব্যবহার করতে চাচ্ছেন সেটা কতটা সেনসিটিভ। সাধারণভাবে ভোল্টেজ ফ্লাকচুয়েশন ±10% এর মধ্যে থাকলে বেশিরভাগ ডিভাইস এর জন্য ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহারের প্রয়োজন হয় না। উদাহরণস্বরূপ আমাদের বাসা বাড়িতে যে বিদুৎ আসে এর সরবরাহ ভোল্টেজ 230 ভোল্ট, অর্থাৎ ভোল্টেজ 207 থেকে 253 এর মধ্যে থাকলে প্রায় সব দিভাইজ ঠিকভাবে কাজ করবে। তবে এর বাইরে গেলে কিছু কিছু ডিভাইস এর জন্য স্টেবিলাইজার প্রয়োজন হতে পারে।
নির্বাচিত করেছেন
+2 টি ভোট

এরকম আরও প্রশ্ন

228 টি প্রশ্ন

219 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...