রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.1k পয়েন্ট) 8 বার দেখা হয়েছে
অনেক ডিসি মোটরে ম্যাগনেটিক ফিল্ড তৈরির জন্য পার্মানেন্ট ম্যাগনেট ব্যবহার করা হয় আবার অনেক মোটরে ফিল্ড কয়েল অর্থাৎ ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করা হয়। ইলেকট্রোম্যাগনেট এর পরিবর্তে পার্মানেন্ট ম্যাগনেট ব্যাবহার করলে পাওয়ার সেভ হয়, তারপরও কিছু কিছু মোটর এ ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করা হয় কেন?
+4 টি ভোট

1 টি উত্তর

(1.5k পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর

এটা সত্য যে পার্মানেন্ট ম্যাগনেট ব্যবহার করলে পাওয়ার সেভ হবে। তবে ডিসি মোটরে ম্যাগনেটিক ফিল্ড তৈরির জন্য পার্মানেন্ট ম্যাগনেট ব্যাবহার করা হবে নাকি ইলেক্ট্রোম্যানেগট সেটা নির্ভর করছে মোটরটি কোন কাজে ব্যবহার করা হবে।


পার্মানেন্ট ম্যাগনেট ডিসি (PMDC) মোটরে সাধারণত নিয়োডিয়াম ম্যাগনেট ব্যবহার করা হয় যেটা অনেক শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, ফলে পার্মানেন্ট ম্যাগনেট মোটর গুলো সাধারণত তাদের উচ্চ দক্ষতা, সহজতর গঠন, এবং ছোট গঠন এর জন্য পরিচিত। যেহেতু এখানে ফিল্ড তৈরির জন্য আলাদা পাওয়ার সাপ্লাই করতে হয় না তাই অনেক পাওয়ার সাস্রয় হয় এতে। তাই যেখানে উচ্চ দক্ষতা, ছোট সাইজ এবং কম পাওয়ার গুরুত্বপূর্ন সেখানে এই মোটর ব্যবহার করা হয়।

অপরদিকে ইলেকট্রো ম্যাগনেট ডিসি (EMDC) মোটর সহজে নিয়ন্ত্রণ করা যায়। এই ধরনের মোটরে ম্যাগনেটিক ফিল্ড তৈরির জন্য ইলেকট্রো ম্যাগনেট ব্যবহার করা হয়। যদিও ইলেকট্রো ম্যাগনেট ব্যবহারের ফলে অতিরিক্ত পাওয়ার এর প্রয়োজন হয়। কিন্তু এই মোটরের ফিল্ড এর কারেন্ট নিয়ন্ত্রণ এর মাধ্যমে এর টর্ক, গতি ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়। তাই যেসব ক্ষেত্রে মোটরের উপর ফুল কন্ট্রোল প্রয়োজন সেসব ক্ষেত্র যেমন ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি, রোবোটিক্স ইত্যাদিতে এধরনের মোটর ব্যবহার করা হয়।
নির্বাচিত করেছেন
+1 টি ভোট

এরকম আরও প্রশ্ন

225 টি প্রশ্ন

217 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...