ডিলিট করা ফাইল রিকভার করা সম্ভব, কেননা কোনো ফাইল ডিলিট করলে তা তৎক্ষনাৎ ডিলিট হয়ে যায় না।
আমরা যখন কোনো ফাইল ডিলিট করলে মেমোরি থেকে ফাইল ডিলিট হয়না বরং যে অ্যাড্রেস থেকে ফাইল ডিলিট করা হয়েছে সেটা উপলব্ধ ফ্রি স্পেস হিসেবে মার্ক করা হয়। অর্থাৎ সেই ফাইল তখনও সেখানে আছে কিন্তু অন্য কোনো ফাইল সেই জায়গা দখল করতে পারে। যে মেমোরি অ্যাড্রেস বা অ্যাড্রেস গুলো থেকে ফাইল ডিলিট করা হলো সেই অ্যাড্রেস গুলো যেহেতু ফ্রি হিসেবে মার্ক করা আছে তাই সেই অ্যাড্রেস এ নতুন কোনো ফাইল সেভ করলে তা পুরাতন ফাইলের উপর ওভাররাইট হয়ে যায়।
অর্থাৎ যতক্ষন ডিলিট করা ফাইলের উপর নতুন কোনো ফাইল ওভাররাইট হয় না ততক্ষন ডিলিটেড ফাইল পুনরুদ্ধার করা সম্ভব। ডিলিটেড ফাইল রিকভার করার জন্য বিশেষ কিছু সফটওয়্যার রয়েছে যেগুলোর সাহায্যে ফাইল রিকভার করা সম্ভব হয়। তবে কিছু কিছু অপারেটিং সিস্টেম প্রাইভেসি রক্ষার্থে ফাইল রিকভারি অসম্ভব করে তোলার জন্য প্রথমে ফাইল এনক্রিপ্ট করে তারপর ডিলিট করে, যাতে রিকোভার করার পর সেই ফাইল অ্যাকসেস করা সম্ভব না হয়। এরকম ক্ষেত্রে ফাইল রিকোভার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।