রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.2k পয়েন্ট) 13 বার দেখা হয়েছে
কম্পিউটার কে আমরা ভাইরাস এর হাত থেকে বাচাতে এন্টিভাইরাস ব্যবহার করি। এই এন্টিভাইরাস কাজ করে কিভাবে?
+5 টি ভোট

1 টি উত্তর

(1.2k পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর

এন্টিভাইরাস হলো ভাইরাস এর ডাটাবেজ। এন্টিভাইরাসে এ পর্যন্ত তৈরি হওয়া প্রায় সব রকমের ভাইরাস এর তথ্য উল্লেখ করা থাকে। এতে করে কোন ভাইরাস ফাইল কম্পিউটারে প্রবেশ করার সাথে সাথে এন্টি ভাইরাস তা ধরে ফেলে এবং ডিলেট করে দেয়। এন্টিভাইরাস কম্পিউটারকে প্রতিনিয়ত অটোমেটিক স্ক্যান করে এবং তার ডাটাবেজে উল্লেখিত কোন ভাইরাস পেলে সাথে সাথে রিমুভ করে দেয়। এছাড়াও সমস্ত প্রোগ্রামের কার্যকলাপ সর্বদা পর্যবেক্ষণ করে এবং কোন অসাভাবিক কার্যকলাপ পেলে উক্ত প্রোগ্রাম কে বন্ধ করে। এভাবে গুরুত্বপূর্ণ ফাইলের ক্ষতি হওয়ার হাত থেকে বাঁচায়। 


এন্টিভাইরাস সফ্টওয়্যার তার ডাটাবেজের বাইরের কোন ভাইরাস ধরতে পারে না। এ জন্য হ্যাকারেরা এন্টিভাইরাস করে ফাকি দেওয়ার জন্য প্রতিনিয়তই নতুন নতুন ভাইরাস তৈরি করে। আর এই থেকে বাঁচতে এন্টিভাইরাস আপডেটেড রাখা উচি। তবে, সাধারনত অধিকাংশ এন্টিভাইরাস অটোমেটিক ডাটাবেজ আপডেট করে নেয়।

নির্বাচিত করেছেন
+1 টি ভোট

এরকম আরও প্রশ্ন

228 টি প্রশ্ন

219 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...