avatar
+৪ টি ভোট

ক্যালকুলেটরে কমপ্লেক্স নাম্বারকে রুট করবো কিভাবে?

এখন পর্যন্ত কয়েক ধরনের সায়েন্টিফিক ক্যালকুলেটর ট্রাই করেছি, তাদের মধ্যে কোনোটিই রেক্টাঙ্গুলার (a+bi) কিংবা পোলার (a∠b) কোনো ধরনের জটিল সংখ্যাই রুট করতে পারছি না। রুট করতে গেলে ম্যাথ এরর দেখায়। এর কোনো সমাধান আছে?

1 টি উত্তর

avatar
+২ টি ভোট

আমিও চেষ্টা করেছি, সাধারণত পরীক্ষার হলে যেসব ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি আছে তার কোনোটিই কমপ্লেক্স নাম্বার এর রুট সাপোর্ট করেনা। তাই কমপ্লেক্স নাম্বার এর রুট করতে হলে আপনাকে ম্যানুয়ালি ফর্মুলা ব্যবহার করে রুট করতে হবে। আমি এখানে পোলার নাম্বারের জন্য ফর্মুলা দিলাম। আর রেক্টাঙ্গুলার মানের রুট করতে হলে সেটাকে আগে পোলার ফর্মে রূপান্তর করে তারপর রুট করতে পারেন।

$$ \sqrt(a∠b) = (\sqrt a)∠(b/2) $$

উদাহরণস্বরূপ আমি যদি (4.2∠72) এই সংখ্যাটির স্কয়ার রুট করতে চাই তাহলে,
$$ \sqrt(4.2∠72) $$
$$ = (\sqrt4.2)∠(76/2) $$
$$ = 2.05∠36 $$

এরকম আরও প্রশ্ন

avatar
+৪ টি ভোট
রেজিস্টরের রঙ থেকে রেজিস্টরের মান নির্ণয় করবো কিভাবে?
image

আমি শুনেছি রেজিস্টরের গায়ে যে বিভিন্ন কালারের যে স্ট্রাইপ গুলো থাকে সেগুলো থেকে রেজিস্টরের মান নির্ণয় করা যায়। কোন সূত্রের সাহায্যে এবং কিভাবে মান নির্ণয় করা যায় সে বিষয়ে বিস্তারিত জানতে চাই।

avatar
+৪ টি ভোট
পুরনো ছবি ঠিক করবো কিভাবে?
আমার কিছু পুরনো ছবি আছে যেগুলো এখন অস্পসষ্ট, ঝাপসা। আমি এগুলো ঠিক করতে চাই। এমন কোন টুল আছে যেটা দিয়ে সেই ফটো গুলো ঠিক করা যাবে?
avatar
+৪ টি ভোট
আমার ফোনের বর্তমান ওয়ালপেপার স্টোরেজ থেকে ডিলেট হয়ে গেছে, উদ্ধার করবো কিভাবে?
আমার ফোন এর ওয়ালপেপার স্টোরেজ থেকে ডিলেট হয়ে গেছে কিন্তু এখনো ফোনে ওয়ালপেপার হিসেবে সেট করা আছে, এই ওয়ালপেপার উদ্ধার করবো কিভাবে?
avatar
+৪ টি ভোট
ইউটিউবে ওয়াচ টুগেদার (Watch Together) ব্যাবহার করবো কিভাবে?
ওয়াচ টুগেদার মোড ব্যাবহার করে কল চলাকালীন সময় কারো সাথে একসাথে মিলে ভিডিও দেখতে পারি। কিন্তু ইউটিউবে আমি এরকম কোন সিস্টেম পেলাম না। ইউটিউব এর জন্য কোন উপায় আছে কি?
avatar
+৪ টি ভোট
চ্যাট জিপিটি ব্যবহার করবো কিভাবে?

"চ্যাট জিপিটি (ChatGPT) কি? কি কারনে চ্যাট জিপিটি এত জনপ্রিয় হচ্ছে?" এই প্রশ্ন থেকে চ্যাট জিপিটি সম্পর্কে জানতে পারলাম। কি ভাবে আমি চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবো?

২৮৭ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

alaminhossain ১৯ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৩ ২২৭ একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
...