আমরা সূর্যের আলোতে বাঁচি। সূর্য আমাদের শক্তির যোগান দেয়। সূর্য যদি হঠাৎ করে অলৌকিকভাবে কখনো গায়েব হয়ে যায় তাহলে আমরা সেটা বুঝতে পারবো ৮ মিনিট পরে। কারণ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮ মিনিট। এবং ৮ মিনিটের পরে পৃথিবির আকাশ অন্ধকার হয়ে যাবে।
পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে সূর্যের গ্রাভিটির কারণে। এখন সূর্য হঠাৎ করে গায়েব হয়ে গেলে পৃথিবীর বার্ষিক গতির কারণে পৃথিবী ক্রমশ সৌরজগতের বাইরে আউটার স্পেস এর দিকে ধাবিত হতে থাকবে। তবে এই জিনিসটাও সাথে সাথে ঘটবেনা। কারণ বিজ্ঞানী আইনস্টাইনের মতে আলোর থেকে গতিশীল বস্তু কোনটি নয়। এমন কি গ্রাভিটিও নয়। অতএব, আমরা বলতে পারি সূর্য যদি কখনো অলৌকিকভাবে গায়েব হয়ে যায় তবে পৃথিবীতে গ্রাভিটিরও প্রভাব পড়বে ৮ মিনিট পরে।
পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। পৃথিবীতে আবার বরফ যুগ শুরু হবে। এ অবস্থায় কোন মানুষের পক্ষে সারভাইভ করা সম্ভব নয় তাই বলা যায় সমস্ত মানুষ মারা পড়বে।