avatar
+৪ টি ভোট

টাচ টাইপিং কাকে বলে?

টাচ টাইপিং (Touch Typing) কাকে বলে? টাচ টাইপিং সম্পর্কে বিস্তারিত জানতে চাই।

1 টি উত্তর

avatar
+২ টি ভোট

টাচ টাইপিং: কীবোর্ড না দেখে এবং হাতের ১০ টি আঙ্গুল ব্যাবহার করে টাইপিং করার যে পদ্ধতি সেটাকেই মূলত টাচ টাইপিং বলা হয়। উইকিপিডিয়ার  এই আর্টিকেল থেকে এর বিস্তারিত সকল ইতিহাস জানতে পারবেন।


টাচ টাইপিং কেন শিখবেন?

বিভিন্ন কারনে টাচ টাইপিং শেখা অনেক গুরত্বপূর্ন। তার মধ্যে যদি আপনি প্রধানত টাইপিং এর কাজ করে থাকেন তাহলে তো কোনো কথাই নেই।

  • টাচ টাইপিং জানলে আপনার প্রচুর সময় বেচেঁ যাবে। এটাকে এড়িয়ে যাবেন না। মনে করুন আপনি সারা বছরে প্রতিদিন টাইপিং এর কাজ করেন। এখন যদি টাচ টাইপিং জানেন তবে আপনার কত বেশি সময় বেচেঁ যাবে চিন্তা করুন।
  • দীর্ঘক্ষণ ধরে বসে থেকে কম্পিউটারে কাজ করলে টাচ টাইপিং শেখা গুরুত্বপূর্ণ। কারন যদি আপনাকে বারবার কীবোর্ড দেখতে হয় তাহলে সঠিক পজিশনে বসে থাকতে পারবেন না আর এতে করে কোমরের এবং ঘাড়ের/মূলত শরীরের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

কিভাবে টাচ টাইপিং শিখবেন? 
অনেক সফটওয়্যার আছে টাচ টাইপিং শেখার জন্য। বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠানে টাইপিং মাস্টার নামক একটা সফটওয়্যার ব্যাবহার হরে সেখান হয়। তবে আরও ভালো ভালো সফটওয়্যার আছে টাচ টাইপিং শেখার জন্য।

এরকম আরও প্রশ্ন

avatar
+৩ টি ভোট
টাচ টাইপিং শেখার জন্য ভালো ভালো সফটওয়্যার কোন গুলো?

টাচ টাইপিং কাকে বলে? এই প্রশ্নের একটা উত্তর থেকে জানতে পারলাম কিবোর্ড না দেখে টাইপিং করার পদ্ধতিকে টাচ টাইপিং বলে। টাচ টাইপিং শেখার অনেক সফটওয়্যার ইন্টারনেটে পেলাম। কোন কোন সফটওয়্যার গুলো ভালো হবে?

avatar
+৪ টি ভোট
এপিআই (API) কাকে বলে?
এপিআই (API) কি? সহজ উপায়ে এপিআই সম্পর্কে জানতে চাই। কি কাজের জন্য মূলত এপিআই ব্যবহার করা হয়?
avatar
+৪ টি ভোট
সকল ইংরেজি কিবোর্ড লেআউট এ অক্ষর গুলো উল্টোপাল্টা থাকে কেন?
যতগুলো ইংরেজি কিবোর্ড আছে সেটা স্মার্টফোন হোক কিংবা কম্পিউটার সবগুলোতেই অক্ষর গুলো অ্যালফাবেটিক অর্ডারে না থেকে একেক অক্ষর একেক জায়গায় থাকে কেন?
avatar
+২ টি ভোট
নিচের কোনটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম?

নিচের কোনটি একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম?

  • ক) মাইক্রোসফট অফিস
  • খ) অ্যাডোব ফটোশপ
  • গ) macos
  • ঘ) মাইক্রোসফট এক্সেল
avatar
+৩ টি ভোট
কম্পিউটারের জিপিইউ (GPU) কি? এর কাজ কি?
কম্পিউটারের জিপিউ এর কাজ কি? এর প্রয়োজনীয়তা কি? এটি কেন প্রয়োজন?

২৮৭ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

alaminhossain ১৯ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৩ ২২৭ একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
...