avatar
+৪ টি ভোট

অ্যানড্রয়েড ফোনে ক্রোম এক্সটেনশন ব্যবহার করবো কিভাবে?

কম্পিউটার এর ক্রোম ব্রাউজারে বিভিন্ন রকমের এক্সটেনশন ব্যবহার করা যায়। ওগুলো অ্যানড্রয়েড এর ক্রোম'এ ব্যবহার করা যায় না কেন? অ্যানড্রয়েড'এ কিভাবে ব্যবহার করবো?

1 টি উত্তর

avatar
+৩ টি ভোট

অ্যান্ড্রয়েড ফোনে ক্রোম এক্সটেনশন ব্যবহার করার জন্য বেস্ট সল্যুশন আমার কাছে KiWi Browser । এটা একটা ক্রোমিয়াম ব্রাউজার অর্থাৎ এটি গুগলের ক্রোম ব্রাউজার ইঞ্জিন ব্যবহার করে তৈরি। এটাতে গুগল ক্রোমের প্রায় সকল ফিচার উপস্থিত আছে এবং সাথে কিছু একট্রা ফিচার ও রয়েছে। আমি নিজেও সেকেন্ডারি ব্রাউজার হিসেবে এই ব্রাউজার ব্যবহার করি।

avatar
আমিও Kiwi ইউজ করি ক্রোম এর পাশাপাশি।
+১

এরকম আরও প্রশ্ন

avatar
+২ টি ভোট
অ্যান্ড্রয়েড ফোনে ওয়েবপেজ ইন্সপেকট করবো কিভাবে?
অ্যান্ড্রয়েড ফোনের জন্য এমন কোনো ওয়েব ব্রাউজার আছে কি যেটা দিয়ে ওয়েবপেজের এলিমেন্ট ইন্সপেকট করা যাবে।
avatar
+৪ টি ভোট
অ্যানড্রয়েড ফোনের ডেভেলপার অপশন কি? কিভাবে এটি চালু করা যায়?
ডেভলপার অপশন চালু করার এমন একটা উপায় বলুন যেটা সব অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কার্যকর হবে।
avatar
+৩ টি ভোট
অ্যান্ড্রয়েড ফোনে সেফ মোড দেখাচ্ছে, রিমুভ করবো কিভাবে?
image

ফোন রিবুট করার পর স্ক্রিনের নিচের নিচের দিকে সেফ মোড লেখা দেখাচ্ছে আর কোনো ইনস্টল করা অ্যাপ কাজ করছে না। এটা কিভাবে আসলো? আর এই সেফ মোড রিমুভ করবো কিভাবে?
avatar
+৪ টি ভোট
ফোনের ডার্ক মোড অথবা নাইট মোড সবসময় চালু রাখলে কি ফোনের কোনো সমস্যা হবে?
আমি যদি সবসময় ফোন ডার্ক মোডে ব্যবহার করি তাহলে ফোনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে?
avatar
+৪ টি ভোট
আমার ফোনের বর্তমান ওয়ালপেপার স্টোরেজ থেকে ডিলেট হয়ে গেছে, উদ্ধার করবো কিভাবে?
আমার ফোন এর ওয়ালপেপার স্টোরেজ থেকে ডিলেট হয়ে গেছে কিন্তু এখনো ফোনে ওয়ালপেপার হিসেবে সেট করা আছে, এই ওয়ালপেপার উদ্ধার করবো কিভাবে?

২৮৭ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

alaminhossain ১৯ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৩ ২২৭ একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
...