কম্পিউটার এর ক্রোম ব্রাউজারে বিভিন্ন রকমের এক্সটেনশন ব্যবহার করা যায়। ওগুলো অ্যানড্রয়েড এর ক্রোম'এ ব্যবহার করা যায় না কেন? অ্যানড্রয়েড'এ কিভাবে ব্যবহার করবো?
অ্যান্ড্রয়েড ফোনে ক্রোম এক্সটেনশন ব্যবহার করার জন্য বেস্ট সল্যুশন আমার কাছে KiWi Browser । এটা একটা ক্রোমিয়াম ব্রাউজার অর্থাৎ এটি গুগলের ক্রোম ব্রাউজার ইঞ্জিন ব্যবহার করে তৈরি। এটাতে গুগল ক্রোমের প্রায় সকল ফিচার উপস্থিত আছে এবং সাথে কিছু একট্রা ফিচার ও রয়েছে। আমি নিজেও সেকেন্ডারি ব্রাউজার হিসেবে এই ব্রাউজার ব্যবহার করি।
২৮৭ টি প্রশ্ন
২৭৬ টি উত্তর
২৯ টি মন্তব্য
৪৫ জন সদস্য