avatar
+৪ টি ভোট

বিশ্বের সবচেয়ে দামি ধাতুর নাম কি?

কোন ধাতুর দাম পৃথিবীতে সবচেয়ে বেশি? জানতে চাই।

1 টি উত্তর

avatar
+৪ টি ভোট

এখন পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে দামি ধাতু হলো (Rhodium) রোডিয়াম।  এটি অত্যন্ত দামি একটি ধাতু বা মেটাল যার এক গ্রাম এর দাম পনের থেকে বিশ হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে। রোডিয়াম হল উচ্চ প্রতিফলনশীল এবং ক্ষয়রোধি একটি ধাতু। এটি মোস্টলি ক্যাটালিটিক কনভার্টার এবং ইলেক্ট্রনিক্স ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়ে থাকে। এর স্বল্পতার কারনে এটি পৃথিবীর সবচেয়ে দামি মেটালে পরিনত হয়।


দামের দিক দিয়ে এর পরে পৃথিবীর সবচেয়ে দামি দুইটি মেটাল হলো প্যালাডিয়াম, প্লাটিনাম। প্রতিগ্রাম প্যালাডিয়াম ৮০ থেকে ১০০ ডলার এবং প্লাটিনাম ৪০ থেকে ৫০ ডলার এ বিক্রি হয়। এ থেকে বোঝা যায় যে রোডিয়াম কত কত দামি!

এরকম আরও প্রশ্ন

avatar
+৪ টি ভোট
পাখিদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে?
পৃথিবীতে বিভিন্ন পাখি দেখা যায়। এদের মধ্যে কেউ আবার কথাও বলতে পারে। কিন্তু প্রশ্ন হলো সবচেয়ে বুদ্ধিমান পাখি কোনটি?
avatar
+৪ টি ভোট
ফেরো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বলতে কি বুঝায়?
বিভিন্ন পদার্থ বিশেষ করে ধাতুর সাথে ফেরো ম্যাগনেটিক কথাটি ব্যবহার করা হয়। এটা দিয়ে মূলত কি বুঝায়?
avatar
+৩ টি ভোট
কাঁচা লোহা বলতে কি বোঝায়?
অনেক সময়ই অনেক লোককে বলতে শোনা যায় যে এই ছু*রিটি কাঁচা লোহার তৈরি এতে ভালো ধার থাকবে না। আবার বইয়েও পড়েছি যে ইলেকট্রো-ম্যাগনেট তৈরির জন্য কাঁচা লোহার উপর পরিবাহী তারের কয়েল প্যাঁচানো হয়। এই কাঁচা লোহা বলতে কি বোঝানো হচ্ছে মূলত।
avatar
+৪ টি ভোট
পৃথিবীর সব চেয়ে মুল্যবান পদার্থের নাম কি এবং সেটির মূল্য কেমন?
পৃথিবীর সব চেয়ে মুল্যবান পদার্থের নাম কি এবং সেটির মূল্য কেমন? এটি কোথায় পাওয়া যায় এবং তার ব্যবহার কি?
avatar
+৪ টি ভোট
গরম ধাতু লাল রঙের দেখায় কেন?
বেশিরভাগ শক্ত ধাতুই অনেক বেশি তাপমাত্রায় গরম করলে লাল রঙ ধারণ করে, এর পিছনে কারণ কি এবং এটা কিভাবে হয়।

২৮৭ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

alaminhossain ১৯ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৩ ২২৭ একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
...