রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.2k পয়েন্ট) 23 বার দেখা হয়েছে
কোন ধাতুর দাম পৃথিবীতে সবচেয়ে বেশি? জানতে চাই।
+4 টি ভোট

1 টি উত্তর

(1.2k পয়েন্ট)

এখন পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে দামি ধাতু হলো (Rhodium) রোডিয়াম।  এটি অত্যন্ত দামি একটি ধাতু বা মেটাল যার এক গ্রাম এর দাম পনের থেকে বিশ হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে। রোডিয়াম হল উচ্চ প্রতিফলনশীল এবং ক্ষয়রোধি একটি ধাতু। এটি মোস্টলি ক্যাটালিটিক কনভার্টার এবং ইলেক্ট্রনিক্স ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়ে থাকে। এর স্বল্পতার কারনে এটি পৃথিবীর সবচেয়ে দামি মেটালে পরিনত হয়।


দামের দিক দিয়ে এর পরে পৃথিবীর সবচেয়ে দামি দুইটি মেটাল হলো প্যালাডিয়াম, প্লাটিনাম। প্রতিগ্রাম প্যালাডিয়াম ৮০ থেকে ১০০ ডলার এবং প্লাটিনাম ৪০ থেকে ৫০ ডলার এ বিক্রি হয়। এ থেকে বোঝা যায় যে রোডিয়াম কত কত দামি!

+1 টি ভোট

এরকম আরও প্রশ্ন

225 টি প্রশ্ন

217 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...