ফেজ ভোল্টেজ: ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন লাইনের যেকোনো একটি ফেজ এবং নিউট্রাল/গ্রাউন্ড এর মধ্যে যে ভোল্টেজ পার্থক্য সেটা ফেজ ভোল্টেজ।
লাইন ভোল্টেজ: ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন লাইনের যেকোনো দুটি ফেজ এর মধ্যে যে ভোল্টেজ পার্থক্য সেটা লাইন ভোল্টেজ।
আমরা জানি যে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লাইন গুলোতে তিনটি করে ফেজ থাকে। আর পাওয়ার সিস্টেমে যতটি ফেজ থাকে তাদের মধ্যে 360° ফেজ কোন হিসেবে ভাগ হয়ে যায়। যেমন তিন ফেজ লাইনের ক্ষেত্রে 360 কে তিন দিয়ে ভাগ করলে 120 পাওয়া যায়। অর্থাৎ তিনটি ফেজের মধ্যে প্রতি দুইটি ফেজ এর মধ্যে ইলেকট্রিক্যাল ব্যবধান 120°। তিনটি ফেজের মধ্যে ইলেকট্রিক্যাল অবস্থানকে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হলে নিচের মত চিত্র পাওয়া যাবে। এখানে তিনটি ফেজ এর যে মূল বিন্দু সেটাই নিয়ট্রাল/গ্রাউন্ড। অর্থাৎ কোনো ফেজ এর প্রান্তবিন্দু এবং নিউট্রাল এর পার্থক্য হলো ফেজ ভোল্টেজ এবং দুটি ফেজ এর প্রন্তবিন্দু এর পার্থক্য লাইন ভোল্টেজ।
লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ এর সম্পর্ক হলো লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের √3 গুন। অর্থাৎ ফেজ ভোল্টেজকে √3 দিয়ে গুন করলে লাইন ভোল্টেজ পাওয়া যাবে। একইভাবে লাইন ভোল্টেজকে √3 দিয়ে ভাগ করলে ফেজ ভোল্টেজ পাওয়া যাবে।
২৮৮ টি প্রশ্ন
২৭৬ টি উত্তর
২৯ টি মন্তব্য
৪৫ জন সদস্য