avatar
+৩ টি ভোট

লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজের মধ্যে পার্থক্য কি?

ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লাইন বিষয়ক আলোচনায় লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ এর উল্লেখ দেখা যায়, এই দুটো কি একই নাকি ভিন্ন। ভিন্ন হলে এদের মধ্যে ভিন্নতা জানতে চাই।

1 টি উত্তর

avatar
+৩ টি ভোট

ফেজ ভোল্টেজ: ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন লাইনের যেকোনো একটি ফেজ এবং নিউট্রাল/গ্রাউন্ড এর মধ্যে যে ভোল্টেজ পার্থক্য সেটা ফেজ ভোল্টেজ।


লাইন ভোল্টেজ: ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন লাইনের যেকোনো দুটি ফেজ এর মধ্যে যে ভোল্টেজ পার্থক্য সেটা লাইন ভোল্টেজ।


আমরা জানি যে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লাইন গুলোতে তিনটি করে ফেজ থাকে। আর পাওয়ার সিস্টেমে যতটি ফেজ থাকে তাদের মধ্যে 360° ফেজ কোন হিসেবে ভাগ হয়ে যায়। যেমন তিন ফেজ লাইনের ক্ষেত্রে 360 কে তিন দিয়ে ভাগ করলে 120 পাওয়া যায়। অর্থাৎ তিনটি ফেজের মধ্যে প্রতি দুইটি ফেজ এর মধ্যে ইলেকট্রিক্যাল ব্যবধান 120°। তিনটি ফেজের মধ্যে ইলেকট্রিক্যাল অবস্থানকে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হলে নিচের মত চিত্র পাওয়া যাবে। এখানে তিনটি ফেজ এর যে মূল বিন্দু সেটাই নিয়ট্রাল/গ্রাউন্ড। অর্থাৎ কোনো ফেজ এর প্রান্তবিন্দু এবং নিউট্রাল এর পার্থক্য হলো ফেজ ভোল্টেজ এবং দুটি ফেজ এর প্রন্তবিন্দু এর পার্থক্য লাইন ভোল্টেজ।


image


লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ এর সম্পর্ক হলো লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের √3 গুন। অর্থাৎ ফেজ ভোল্টেজকে √3 দিয়ে গুন করলে লাইন ভোল্টেজ পাওয়া যাবে। একইভাবে লাইন ভোল্টেজকে √3 দিয়ে ভাগ করলে ফেজ ভোল্টেজ পাওয়া যাবে।

এরকম আরও প্রশ্ন

avatar
+৩ টি ভোট
ইলেকট্রিসিটি ভোল্টেজ গুলো সাধারণত ১১ দ্বারা বিভাজ্য হয় কেন?
ইলেকট্রিক ট্রান্সমিশন কিংবা ডিস্ট্রিবিউশন ভোল্টেজ গুলো সাধারণত দেখা যায় 11 দ্বারা বিভাজ্য হয়, যেমন 220 ভোল্ট, 440 ভোল্ট, 11 কেভি, 33 কেভি, 66 কেভি, 132 কেভি ইত্যাদি। এই সংখ্যার পিছনে কোনো বিশেষ কারণ আছে কি?
avatar
+৩ টি ভোট
ইলেকট্রিক ট্রেন এর ওভারহেড লাইনগুলো কত ভোল্টেজ এ পাওয়ার ট্রান্সমিট করে?
ইলেকট্রিক ট্রেন এর ওভারহেড লাইনগুলো ট্রেন চালানোর জন্য সাধারণত কত ভোল্টেজ এর পাওয়ার ট্রান্সমিট করে? কত ফেজ থাকে?
avatar
+৪ টি ভোট
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ অনেক হাই ভোল্টেজে ট্রান্সমিট করার কারণ কি?
সাধারণত 11KV তে বিদ্যুৎ উৎপাদনের পর ট্রান্সমিশনের সময় ভোল্টেজ অনেক হাই করে ট্রান্সমিট করা হয়। এই উচ্চ ভোল্টেজে ট্রান্সমিট করার পিছনে মূল কারণ কি?
avatar
+৫ টি ভোট
ইলেক্ট্রোলাইটিক ক্যাপাসিটর এবং সিরামিক ক্যাপাসিটরের মধ্যে পার্থক্য কি?
ইলেক্ট্রোলাইটিক ক্যাপাসিটর এবং সিরামিক ক্যাপাসিটরের মধ্যে পার্থক্য কি?
avatar
+৩ টি ভোট
গিজার এবং ওয়াটার হিটারের মধ্যে পার্থক্য কি?
গিজার এবং ওয়াটার হিটার উভয়ই পানি গরম করার কাজ করে। তাহলে এদের মধ্যে মূল পার্থক্য কি?

২৮৮ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

whoever ১৫ ৬৪ ২৩০ একটি ব্যাজ পেয়েছেন
easoyeb ১৩ ৬০ ২৩৩ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৪ ২৩০ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৪ ২৩০ একটি ব্যাজ পেয়েছেন
easoyeb ১৩ ৬০ ২৩৩ একটি ব্যাজ পেয়েছেন
...