পাওয়ার ফ্যাক্টর কাকে বলে? কত প্রকার ও কী কী?
কোনো সিস্টেমের অ্যাক্টিভ পাওয়ার বা কার্যকরী পাওয়ার (kW) এবং আপ্যারেন্ট পাওয়ার (kVA) এর অনুপাতকে পাওয়ার ফ্যাক্টর বলা হয়। অন্য কথায় সিস্টেমের ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ইলেকট্রিকাল কোণের cosine মানই সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর তিন প্রকার।