রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.2k পয়েন্ট) 14 বার দেখা হয়েছে
ক্যামরাতে HDR টার্ম টি দেখা যায়, এই এইচডিআর এর কাজ কি? কখন এইচডিআর ব্যবহার করবো।
+5 টি ভোট

1 টি উত্তর

(1.2k পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর

HDR মানে হলো High Dynamic Range । এটি এমন এক টেকনোলজি যেটা ডিজিটাল ইমেজ এর কালার এবং কনট্রাস্ট রেঞ্জ এর উন্নতিতে কাজ করে। ফটো এবং ভিডিও দুইয়েই ব্যবহার করা যায় এইচডিআর।


ফটোগ্রাফিতে HDR 

এইচডিআর ফটো তৈরি হয় একই সময়ে বিভিন্ন এক্সপোজার'এ একাধিক ফটো ক্যাপচার করার মাধ্যমে। শুধু একটা ফটো তোলার বদলে HDR মোড'এ ক্যামেরা ৩ টি বা তারচেয়ে বেশি ফটো তুলে থাকে। উদাহরন স্বরুপ, ডিজিটাল ক্যামেরা টি মনেকরেন প্রথমে একটি ফটো তুললো -1 এক্সপোজারে, একটি ফটো তুললো অটোমেটিক এক্সপোজারে, একটি তুললো +1 এক্সপোজারে এবং সব শেষে সব গুলোরে কম্বাইন্ড করে একটা আউটপুট দিল। যেটাকে আমরা তখন বলবো এইচডিআর (HDR) ফটো। 


এমন এক পরিস্থিতিতে, যখন আপনি আলো ছায়ার কম্বিনেশনে ছবি তুলতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না। যেমন, দিনের আলোতে ঘরের ভেতর থেকে জানালার ছবি যখন তুলতে যাবেন দেখবেন এক্সপোজার বাড়িয়ে দিলেও ছবি বার্ন হচ্ছে আবার কমিয়ে দিলেও ঘরের ভেতরের কিছুই দেখা যাচ্ছে নাহ। এমন অবস্থায় এইচডিআর মোড ব্যবহার করলে ভালো ছবি পাওয়া যায়।

নির্বাচিত করেছেন
+2 টি ভোট

এরকম আরও প্রশ্ন

easoyeb (1.2k পয়েন্ট) 6 সেপ্টেম্বর প্রশ্ন করেছেন
ক্যাশ (Cache) কি?
+5 টি ভোট
1 টি উত্তর

225 টি প্রশ্ন

217 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...