avatar
+৫ টি ভোট

বক্স অফিসে ডমেস্টিক ও ওভারসিজ বলতে কী বোঝায়?

নতুন কোন মুভি রিলিজের সাথে সাথে বক্স অফিস কথাটার পাশাপাশি ডমেস্টিক (domestic) এবং ওভারসিজ (overseas) এই দুটি টার্ম ও ব্যবহার করতে দেখা যায়। ডমেস্টিক এবং ওভারসিজ মানে কি এবং এই দুটো শব্দ কেন ব্যবহার করা হয়?

1 টি উত্তর

avatar
+৪ টি ভোট

সহজ ভাষায় বলতে গেলে ডমেস্টিক এবং ওভারসিজ মানে হল দেশি ও বিদেশী। একটি মুভির ইনকাম বোঝানোর জন্য বক্স অফিসের পাশাপাশি এই দুইটি শব্দও ব্যবহার করা হয়।


ডোমেস্টিক (domestic)

বক্স অফিসে একটি মুভি তার নিজ দেশে যতটা রেভিনিউ জেনারেট করতে পেরেছে তা প্রকাশ করা হয় ডমেস্টিক এই শব্দটি দিয়ে। যেমন আমেরিকায় একটি ফিল্ম নির্মাণ করা হলে উক্ত ফিল্ম বা মুভিটি আমেরিকা দেশের মধ্যে টিকিট বিক্রি করে যতটা রেভিনিউ জেনারেট করতে পেরেছে, বক্স অফিসে সেটাকে প্রকাশ করা হবে ডমেস্টিক শব্দ দিয়ে। তবে জেনে রাখা ভালো যে হলিউড মুভির ডোমেস্টিক আমেরিকা ও কানাডা এই দুইটি দেশ মিলে হিসেব হয়। 


ওভারসিজ (overseas)

ওভারসিস মানে হলো আন্তর্জাতিক বক্স অফিস। অর্থাৎ একটি মুভি তার নিজ দেশের বাইরে অন্যান্য দেশে যতটা রেভিনিউ জেনারেট করতে পেরেছে সেটা কে প্রকাশ করা হয় ওভারসিজ এই শব্দটি দিয়ে। ওভারসিস হিসাব করার সময় মুভিটির নিজ দেশ বাদ দিয়ে হিসাব করা হয়।

এরকম আরও প্রশ্ন

avatar
+৫ টি ভোট
পাওয়ার ফ্যাক্টর কাকে বলে? কত প্রকার ও কী কী?
পাওয়ার ফ্যাক্টর কাকে বলে? কত প্রকার ও কী কী?
avatar
+৩ টি ভোট
নন নিউটনিয়ান ফ্লুইড বলতে কি বোঝায়?
নন নিউটনিয়ান ফ্লুইড বলতে কি বোঝায়? এর ব্যবহার কোথায়।
avatar
+৩ টি ভোট
কাঁচা লোহা বলতে কি বোঝায়?
অনেক সময়ই অনেক লোককে বলতে শোনা যায় যে এই ছু*রিটি কাঁচা লোহার তৈরি এতে ভালো ধার থাকবে না। আবার বইয়েও পড়েছি যে ইলেকট্রো-ম্যাগনেট তৈরির জন্য কাঁচা লোহার উপর পরিবাহী তারের কয়েল প্যাঁচানো হয়। এই কাঁচা লোহা বলতে কি বোঝানো হচ্ছে মূলত।
avatar
+৩ টি ভোট
এন্ড টু এন্ড এনক্রিপশন বলতে কি বোঝায়?
বিভিন্ন মেসেজিং অ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন উল্লেখ করা থাকে, এই এন্ড টু এন্ড এনক্রিপশন বলতে কি বোঝায় এবং এর কাজ কি?
avatar
+৩ টি ভোট
বেটা সফটওয়্যার (Beta Software) বলতে কি বোঝায়?
অনেক সফটওয়্যার এর বেটা ভার্সন দেখা যায়। এই বেটা ভার্সন এর কাজ কি?

২৮৭ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

alaminhossain ১৯ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৩ ২২৭ একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
...