রেজিষ্টার ➞
ডিসপ্লে থিম
(1.2k পয়েন্ট) 9 বার দেখা হয়েছে
নতুন কোন মুভি রিলিজের সাথে সাথে বক্স অফিস কথাটার পাশাপাশি ডমেস্টিক (domestic) এবং ওভারসিজ (overseas) এই দুটি টার্ম ও ব্যবহার করতে দেখা যায়। ডমেস্টিক এবং ওভারসিজ মানে কি এবং এই দুটো শব্দ কেন ব্যবহার করা হয়?
+4 টি ভোট

1 টি উত্তর

(1.2k পয়েন্ট)
 
নির্বাচিত উত্তর

সহজ ভাষায় বলতে গেলে ডমেস্টিক এবং ওভারসিজ মানে হল দেশি ও বিদেশী। একটি মুভির ইনকাম বোঝানোর জন্য বক্স অফিসের পাশাপাশি এই দুইটি শব্দও ব্যবহার করা হয়।


ডোমেস্টিক (domestic)

বক্স অফিসে একটি মুভি তার নিজ দেশে যতটা রেভিনিউ জেনারেট করতে পেরেছে তা প্রকাশ করা হয় ডমেস্টিক এই শব্দটি দিয়ে। যেমন আমেরিকায় একটি ফিল্ম নির্মাণ করা হলে উক্ত ফিল্ম বা মুভিটি আমেরিকা দেশের মধ্যে টিকিট বিক্রি করে যতটা রেভিনিউ জেনারেট করতে পেরেছে, বক্স অফিসে সেটাকে প্রকাশ করা হবে ডমেস্টিক শব্দ দিয়ে। তবে জেনে রাখা ভালো যে হলিউড মুভির ডোমেস্টিক আমেরিকা ও কানাডা এই দুইটি দেশ মিলে হিসেব হয়। 


ওভারসিজ (overseas)

ওভারসিস মানে হলো আন্তর্জাতিক বক্স অফিস। অর্থাৎ একটি মুভি তার নিজ দেশের বাইরে অন্যান্য দেশে যতটা রেভিনিউ জেনারেট করতে পেরেছে সেটা কে প্রকাশ করা হয় ওভারসিজ এই শব্দটি দিয়ে। ওভারসিস হিসাব করার সময় মুভিটির নিজ দেশ বাদ দিয়ে হিসাব করা হয়।

নির্বাচিত করেছেন
+1 টি ভোট

এরকম আরও প্রশ্ন

225 টি প্রশ্ন

217 টি উত্তর

28 টি মন্তব্য

31 জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

...