avatar
+4 টি ভোট

চাইনিজে যদি একটা সিম্বল একটা শব্দ নির্দেশ করে তবে চায়নারা নিজেদের নাম লিখে কিভাবে?

চাইনিজে যদি একটা সিম্বল একটা শব্দ নির্দেশ করে তবে চায়নারা নিজেদের নাম লিখে কিভাবে? আবার একজন নন চাইনিজ তার নাম চায়নায় কিভাবে লিখবে?

1 টি উত্তর

avatar
+4 টি ভোট
প্রথমে আমিও এটা ভাবতাম যে তারা কিভাবে তাদের নাম লিখবে? যেহেতু তাদের লেখার জন্য কোন বর্ণ নেই। 

মূলত তারা তাদের নাম এর ক্ষেত্রে চাইনিজ অর্থবহ নাম ব্যবহার করে। এক বা একাধিক ক্যারেক্টার/সিম্বল/অক্ষর ব্যবহার করে তারা তাদের নাম লিখে থাকে। প্রতিটি ক্যারেক্টার কোন না কোন অর্থ বহন করে থাকে। আবার কোন ক্যারেক্টার সম্পুর্ণ শব্দকেই বহন করে থাকে। 

অধিকাংশ চীনাদের নাম এক এর অধিক সিম্বলে হয়ে থাকে। যেমন এখানে দেখুন, "李小明" (Lǐ Xiǎomíng) এটি একটি চীনা নাম যেখানে "李" (Lǐ) হলো ফ্যামিলি সাবটাইটেল এবং বাকি দুইটি ক্যারেক্টার বা সিম্বল "小明" (Xiǎomíng) হলো নাম টি।

আচ্ছা, তো নন চাইনিজ কোন ব্যাক্তির নাম কিভাবে লিখা যাবে? 

একজন নন চাইনিজ এর নাম চাইনিজে লিখতে ট্রান্সলিটারেশন (Transliteration) নামক এক ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়। যেসব চাইনিজ ক্যারেক্টার এর উচ্চারণ ইংরাজি উচ্চরণ এর কাছাকাছি হয় সেসব একাধিক চাইনিজ ক্যারেক্টার এর সমন্বয়ে নন চাইনিজ নাম লেখা হয়ে থাকে।

উদাহরণস্বরূপ, রবার্ট ডউনি জুনিয়র (Robert Downey Jr) এই নামটি ট্রান্সলিটারেশন করে চাইনিজে "罗伯特·唐尼 Jr." (Luóbótè Tángní Jr.) এরকম হবে অনেকটা। এখানে লক্ষ করুন, চাইনিজ ঐসব ক্যারেক্টার সিলেক্ট করা হয়েছে যা একসাথে করলে অনেকটা ইংরাজি এর মতো উচ্চারণ আসে।

এরকম আরও প্রশ্ন

avatar
+4 টি ভোট
পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা কোনটি?
কোন ভাষাটি পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা? কি করনে উক্ত ভাষাকে সবচেয়ে কঠিন ভাষা বলা হয়?
avatar
+4 টি ভোট
ইংলিশ বানান এক রকম আবার উচ্চারন অন্যরকম হয় কেন?
প্রায় সময়ই ইংলিশ শব্দগুলোর বানান এক রকমের হয় কিন্তু সেটার উচ্চারন আশানুরূপ হয় না। যেমন Hour, Listen, Knowledge যেখানে বানান অনুযায়ি উচ্চারন হয় না। ইংরেজিতে এমন পার্থক্য কেন হয়?
avatar
+3 টি ভোট
বজ্রপাতে আলো আগে শব্দ পরে হয় কেন?

কোথাও বজ্রপাত হলে আমরা শব্দ পরে শুনি কেন?


image
Image Credit Tasos Mansour
avatar
+4 টি ভোট
পৃথিবীর সব চেয়ে মুল্যবান পদার্থের নাম কি এবং সেটির মূল্য কেমন?
পৃথিবীর সব চেয়ে মুল্যবান পদার্থের নাম কি এবং সেটির মূল্য কেমন? এটি কোথায় পাওয়া যায় এবং তার ব্যবহার কি?
avatar
+4 টি ভোট
বিশ্বের সবচেয়ে দামি ধাতুর নাম কি?
কোন ধাতুর দাম পৃথিবীতে সবচেয়ে বেশি? জানতে চাই।

242 টি প্রশ্ন

234 টি উত্তর

28 টি মন্তব্য

34 জন সদস্য

সাম্প্রতিক ব্যাজ সমুহ

easoyeb 11 39 196 একটি ব্যাজ পেয়েছেন
whoever 7 38 187 একটি ব্যাজ পেয়েছেন
easoyeb 11 39 196 একটি ব্যাজ পেয়েছেন
whoever 7 38 187 একটি ব্যাজ পেয়েছেন
whoever 7 38 187 একটি ব্যাজ পেয়েছেন

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar
  2. avatar
  3. avatar
...