avatar
+৪ টি ভোট

ভিডিও ক্যামেরা কে আবিষ্কার করেছেন?

আমরা যে ক্যামেরা দিয়ে ভিডিও করি এই ভিডিও ক্যামেরা প্রথম কে আবিষ্কার করেছেন?

1 টি উত্তর

avatar
+৪ টি ভোট

সাধারনত ফরাসি আর্টিস্ট Louis Le Prince কে ভিডিও ক্যামেরা এর আবিষ্কারক বলা হয়ে থাকে। Louis Le Prince ১৮৮৮ সালে  ভিডিও ক্যামেরা আবিষ্কার করেন। এবং সবচেয়ে পুরনো যে ভিডিও ফুটেজটি পৃথিবীতে আছে সেটাও তারই ধারনকৃত ক্যামেরা থেকে নেওয়া।



ভিডিও টির নাম Roundhay Garden Scene যেখানে দেখা যায় কিছু মানুষ একটি গার্ডেনে চলাচল করতেছে।

এরকম আরও প্রশ্ন

avatar
+৪ টি ভোট
সিসি ক্যামেরার ভিডিও কোয়ালিটি এত খারাপ হয় কেন?
সিসি ক্যামেরা এর ভিডিও কোয়ালিটি কেন খারাপ হয়? স্মার্টফোনের ক্যামেরাও তো এরচেয়ে অনেক ভালো কোয়ালিটির ভিডিও ধারন করে। 
avatar
+৪ টি ভোট
কম্পিউটার কে আবিষ্কার করছেন?
কে প্রথম কম্পিউটার তৈরি করেন এবং কম্পিউটারের আজকের অবস্থানে পৌঁছাতে কাদের অবদান সবচেয়ে বেশি।
avatar
+৫ টি ভোট
আধুনিক কম্পিউটার আসার আগে কিভাবে ভিডিও এডিট করা হতো?
আজকের দিনে আমরা কম্পিউটার দিয়ে সহজে ভিডিও এডিট করতে পারি। কিন্তু আধুনিক কম্পিউটার আসার আগে কিভাবে ভিডিও এডিট করা হতো?
avatar
+৩ টি ভোট
বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কে?
ইউটিউবে আমরা অনেক ইউটিউবারের ভিডিও দেখে থাকি। এর মধ্যে থেকে এই মুহুর্তে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কে। সে কোন দেশের নাগরিক?
avatar
+৩ টি ভোট
এখন স্মার্টফোন গুলোতে একাধিক ক্যামেরা থাকে কেন?
আগের দিনে স্মার্ট ফোনগুলোতে সাধারণত একটি ক্যামেরা দেখা যত কিন্তু বর্তমানে ফোন গুলোতে দেখা যায় একটির বেশি দুইটি তিনটি এবং চারটি ক্যামেরা পর্যন্ত থাকে। আচ্ছা এই একাধিক ক্যামেরা দেওয়ার কারণটা কি?

২৭৫ টি প্রশ্ন

২৬৭ টি উত্তর

৩০ টি মন্তব্য

৪৩ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar
  2. avatar
  3. avatar
  4. avatar
  5. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

easoyeb ১৩ ৫৬ ২২৭ একটি ব্যাজ পেয়েছেন
rushani একটি ব্যাজ পেয়েছেন
admin ১১ ৫৬ একটি ব্যাজ পেয়েছেন
rushani একটি ব্যাজ পেয়েছেন
ashraf97 একটি ব্যাজ পেয়েছেন
...