avatar
+3 টি ভোট

জুপিটার বা বৃহস্পতি গ্রহকে ফেইল্ড স্টার বলা হয় কেন?

বৃহস্পতি গ্রহকে ফেইলড স্টার বা ব্যর্থ তারকা হিসেবে আক্ষায়িত করার কারণ কি?

1 টি উত্তর

avatar
+3 টি ভোট

বৃহস্পতিকে ব্যর্থ তারকা বলার মূল কারণ হলো বৃহস্পতির মৌলিক গঠন একটি তারকার মতোই। স্টার গুলি হাইড্রোজেন এবং হিলিয়াম নিয়ে গঠিত হয়। স্টার গুলি নিউক্লিয়ার ফিউশন এর মাধ্যমে শক্তি উৎপন্ন করে। নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায় হাইড্রোজেন হিলিয়াম এ রূপান্তরিত হয়। নিউক্লিয়ার ফিউশন এর জন্য অনেক উচ্চ চাপ এবং তাপের প্রয়োজন হয় যা বৃহস্পতির মধ্যে নেই। ফলে বৃহস্পতির মধ্যে নিউক্লিয়ার ফিউশন সম্ভব না হওয়ায় এটি তারার মত জ্বলতে পারে না।


নিউক্লিয়ার ফিউশন শুরু করতে যে পরিমাণ তাপ ও চাপের প্রয়োজন সে পরিমাণ তাপ ও চাপ উৎপন্ন করতে সর্বনিন্ম যে ভরের প্রয়োজন বৃহস্পতির ভর তার মাত্র শতকরা ১.২৫ ভাগ, যা বৃহস্পতির একটি নক্ষত্রে পরিণত হওয়ার জন্য অনেক কম। কিন্তু বৃহস্পতির কাছে এই ভর থাকলে এটি একটি তারকা হতে পারতো। তাই একে "ব্যর্থ তারকা" বা "ফেইলড স্টার" বলা হয়।

এরকম আরও প্রশ্ন

avatar
+3 টি ভোট
স্পেসে থাকা বেশিরভাগ অবজেক্ট যেমন তারকা, গ্রহ, উপগ্রহ এগুলো গোলাকার হয় কেন?
স্পেসে থাকা বেশিরভাগ অবজেক্ট যেমন তারকা, গ্রহ, উপগ্রহ এমনকি কিছু গ্রহাণু ও গোলাকার হয়। এর পিছনে কারণ কি?
avatar
+3 টি ভোট
প্লুটোকে গ্রহ হিসেবে ধরা হয়না কেন?
ছোটবেলায় বইয়ের মধ্যে প্লুটো সহ মোট ৯ টা গ্রহ পড়তাম। কিন্তু এখন প্লুটোকে বাদ দিয়ে ৮ টা গ্রহ। প্লুটোকে গ্রহের লিস্ট থেকে বাদ দেওয়ার কারণ কি?
avatar
+5 টি ভোট
আমাদের সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি এবং কেন?
আমাদের সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি এবং কি কারনে উক্ত গ্রহ সবচেয়ে বেশি উত্তপ্ত?
avatar
+5 টি ভোট
দিন ও রাতের তাপমাত্রার সবচেয়ে বেশি পার্থক্য দেখা যায় সৌরজগতের কোন গ্রহে?
দিন ও রাতের তাপমাত্রার সবচেয়ে বেশি পার্থক্য দেখা যায় সৌরজগতের কোন গ্রহে? এন এই পার্থক্যের তৈরি হয়?
avatar
+4 টি ভোট
ব্ল্যাক হোলের আশেপাশে গ্রহে কাটানো ১ মিনিট পৃথিবীতে কতদিন বা বছর হবে?

আচ্ছা আমরা যদি কোন ব্ল্যাক হোলের আশেপাশে গ্রহে থাকি তাহলে সেখানে টাইম ডাইয়ালেশন কেমন হবে?


image

242 টি প্রশ্ন

234 টি উত্তর

28 টি মন্তব্য

34 জন সদস্য

সাম্প্রতিক ব্যাজ সমুহ

easoyeb 11 39 196 একটি ব্যাজ পেয়েছেন
whoever 7 38 187 একটি ব্যাজ পেয়েছেন
easoyeb 11 39 196 একটি ব্যাজ পেয়েছেন
whoever 7 38 187 একটি ব্যাজ পেয়েছেন
whoever 7 38 187 একটি ব্যাজ পেয়েছেন

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar
  2. avatar
  3. avatar
...