স্পয়লার হলো কোন মুভি, সিরিজ বা অন্য কিছুর গুরুত্বপূর্ণ কোন তথ্য আগেই ফাস করে দেওয়া।
মনে করুন আপনি কোন মুভি দেখছেন, একই মুভি আপনার বন্ধু আপনার আগেই দেখে নিয়েছে। এখন মুভিতে কোন ঘটনা ঘটার আগেই কি হবে তা আপনার বন্ধু বলে দিচ্ছে। একেই বলে স্পয়লার। সাপয়লার টার্ম টি শুধু মুভিতে না বরং গল্প, নাটক এমনকি ধাধাতেও থাকতে পারে। মুভি সিরিজ এর বিভিন্ন রিভিউ'এ লেখা হয় স্পয়লার অ্যালার্ট, এর মানে হলো আপনি যদি মুভি বা সিরিজ না দেখে থাকেন তবে উক্ত রিভিউ'এ স্পয়লার আছে যা পড়লে বা দেখলে আপনার মুভি দেখার মজাই নষ্ট হয়ে যাবে।