avatar
+4 টি ভোট

ক্যাপাসিটর ব্যাংক কিভাবে পাওয়ার ফ্যাক্টর উন্নত করতে সাহায্য করে?

উক্ত প্রশ্নের উত্তরে পাওয়ার ফ্যাক্টর উন্নত করার বিভিন্ন পদ্ধতিতে মধ্যে ক্যাপাসিটর ব্যাংক এর ও উল্লেখ রয়েছে। আমার প্রশ্ন হলো এটি কিভাবে কাজ করে?
এই প্রশ্নের উত্তরের সাথে সম্পর্কিতঃ: পাওয়ার ফ্যাক্টর উন্নত করার পদ্ধতি কী কী?

1 টি উত্তর

avatar
+4 টি ভোট

ক্যাপাসিটর ব্যাংকিং পাওয়ার ফ্যাক্টর সংশোধনের জন্য সবচেয়ে সাধারণ এবং সাশ্রয়ী পদ্ধতি। ক্যাপাসিটর ব্যাংক কিভাবে পাওয়ার ফ্যাক্টর উন্নত করে সেটা জানার আগে পাওয়ার ফ্যাক্টর কি সেটা জানা উচিৎ। পাওয়ার ফ্যাক্টর মূলত ভোল্টেজ এবং কারেন্ট এর মধ্যবর্তী কোনের কোসাইন (cos) এর মান। আমরা জানি cos এর ক্ষেত্রে কোন যত ছোট হয় মান তত বড় হয়। অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্ট এর মধ্যবর্তী কোন বৃদ্ধি পেলে পাওয়ার ফ্যাক্টর এর মান কমে যায়।

ভোল্টেজ এবং কারেন্ট এর মধ্যবর্তী কোন সৃষ্টি করে রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ লোড আবার দুই ধরনের ক্যাপাসিটিভ এবং ইন্ডাক্টিভ। ক্যাপাসিটিভ লোডের কারেন্ট লিডিং অর্থাৎ উর্ধমুখি এবং ইন্ডাক্টিভ লোডের কারেন্ট ল্যাগিং অর্থাৎ নিন্মমুখি হয়। সাধারণত বেশিরভাগ সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর কম হওয়ার পিছনে মূল কারণ হয়ে থাকে বেশি ইন্ডাক্টিভ লোড ব্যবহারের কারণে, কেননা ইন্ডাস্ট্রিতে ইন্ডাক্টিভ লোড বহুল ব্যবহৃত হয়।


সিস্টেমের ইন্ডাক্টিভ লোডকে ব্যালেন্স করার জন্য ক্যাপাসিটিভ লোড হিসেবে ক্যাপাসিটর ব্যাংক সিস্টেমের সাথে প্যারালালে সংযোগ করা হয়। ফলে ইন্ডাক্টিভ লোডের কারেন্ট ল্যাগিং অর্থাৎ নিন্মমুখি এবং ক্যাপাসিটিভ লোডের কারেন্ট লিডিং অর্থাৎ উর্ধমুখি হওয়ায় এরা একে অপরকে ক্যানসেল করার মাধ্যমে ভোল্টেজ এবং কারেন্ট এর মধ্যে কোন পার্থক্য কমে যায় ফলে পাওয়ার ফ্যাক্টর উন্নত হয়। এভাবেই ক্যাপাসিটর ব্যাংক পাওয়ার ফ্যাক্টর উন্নত করার কাজ করে।

এরকম আরও প্রশ্ন

avatar
+6 টি ভোট
পাওয়ার ফ্যাক্টর উন্নত করার পদ্ধতি কী কী?
পাওয়ার ফ্যাক্টর উন্নত করার পদ্ধতি কী কী?
avatar
+3 টি ভোট
ইলেকট্রিক ট্রেন এর ওভারহেড লাইনগুলো কত ভোল্টেজ এ পাওয়ার ট্রান্সমিট করে?
ইলেকট্রিক ট্রেন এর ওভারহেড লাইনগুলো ট্রেন চালানোর জন্য সাধারণত কত ভোল্টেজ এর পাওয়ার ট্রান্সমিট করে? কত ফেজ থাকে?
avatar
+2 টি ভোট
ইলেকট্রিসিটি জেনারেটরে লোড বাড়ালে জেনারেটর ঘুরাতে বেশি পাওয়ার লাগে কেন?
ইলেকট্রিসিটি জেনারেটরের আউটপুটে বেশি বেশি লোড সংযোগ করা হলে জেনারেটরের ঘূর্ণন গতি একই থাকে কিংবা আগের থেকে কমে যায়, কিন্তু তারপরেও যে মেশিন দিয়ে জেনারেটর ঘুরানো হচ্ছে সেই মেশিনকে জেনারেটর ঘুরাতে বেশি পাওয়ার ব্যবহার করতে হয়। উদাহরণ হিসেবে একটি ডিজেল ইঞ্জিন দিয়ে জেনারেটর ঘুরানো হলে জেনারেটরে লোড বাড়ার সাথে ডিজেল ইঞ্জিনের ডিজেল খরচ বেড়ে যায়। জেনারেটর তো আগের থেকে বেশি স্পিডে ঘুরানো লাগছে না, তাহলে পাওয়ার বেশি লাগছে কেন ঘুরাতে?
avatar
+4 টি ভোট
ইলেকট্রিক ইল নিজের শরীরে বিদ্যুৎ উৎপন্ন করে কিভাবে?
একটি ইলেকট্রিক ইল সাধারণত নিজের শরীরে 600 ভোল্ট পর্যন্ত উৎপন্ন করতে পারে। আমার প্রশ্ন হলো তারা এটা কিভাবে করে এবং কেন করে।
avatar
+4 টি ভোট
রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম কি? এটি কিভবে কাজ করে?
অনেক ইলেকট্রিক যানবাহনে রিজেনারেটিভ ব্রেকিং ফিচার থাকে। এটি কাজ মূলত কি এবং এটি কিভাবে কাজ করে?

242 টি প্রশ্ন

234 টি উত্তর

28 টি মন্তব্য

34 জন সদস্য

সাম্প্রতিক ব্যাজ সমুহ

easoyeb 11 39 196 একটি ব্যাজ পেয়েছেন
whoever 7 38 187 একটি ব্যাজ পেয়েছেন
easoyeb 11 39 196 একটি ব্যাজ পেয়েছেন
whoever 7 38 187 একটি ব্যাজ পেয়েছেন
whoever 7 38 187 একটি ব্যাজ পেয়েছেন

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar
  2. avatar
  3. avatar
...