ক্যাপাসিটর ব্যাংকিং পাওয়ার ফ্যাক্টর সংশোধনের জন্য সবচেয়ে সাধারণ এবং সাশ্রয়ী পদ্ধতি। ক্যাপাসিটর ব্যাংক কিভাবে পাওয়ার ফ্যাক্টর উন্নত করে সেটা জানার আগে পাওয়ার ফ্যাক্টর কি সেটা জানা উচিৎ। পাওয়ার ফ্যাক্টর মূলত ভোল্টেজ এবং কারেন্ট এর মধ্যবর্তী কোনের কোসাইন (cos) এর মান। আমরা জানি cos এর ক্ষেত্রে কোন যত ছোট হয় মান তত বড় হয়। অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্ট এর মধ্যবর্তী কোন বৃদ্ধি পেলে পাওয়ার ফ্যাক্টর এর মান কমে যায়।
ভোল্টেজ এবং কারেন্ট এর মধ্যবর্তী কোন সৃষ্টি করে রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ লোড আবার দুই ধরনের ক্যাপাসিটিভ এবং ইন্ডাক্টিভ। ক্যাপাসিটিভ লোডের কারেন্ট লিডিং অর্থাৎ উর্ধমুখি এবং ইন্ডাক্টিভ লোডের কারেন্ট ল্যাগিং অর্থাৎ নিন্মমুখি হয়। সাধারণত বেশিরভাগ সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর কম হওয়ার পিছনে মূল কারণ হয়ে থাকে বেশি ইন্ডাক্টিভ লোড ব্যবহারের কারণে, কেননা ইন্ডাস্ট্রিতে ইন্ডাক্টিভ লোড বহুল ব্যবহৃত হয়।
২৮৮ টি প্রশ্ন
২৭৬ টি উত্তর
২৯ টি মন্তব্য
৪৫ জন সদস্য