avatar
+3 টি ভোট

নন নিউটনিয়ান ফ্লুইড বলতে কি বোঝায়?

নন নিউটনিয়ান ফ্লুইড বলতে কি বোঝায়? এর ব্যবহার কোথায়।

1 টি উত্তর

avatar
+2 টি ভোট

নন-নিউটনিয়ান ফ্লুইড বলা হয়ে থাকে ওইসব ফ্লুইড / প্রবাহী পদার্থকে যেগুলোর সান্দ্রতা (Viscosity) তার উপর চাপ প্রয়োগের সাথে পরিবর্তিত হয়। এদের নন-নিউটনিয়ান ফ্লুইড বলা হয় কারণ এসব ফ্লুইড নিউটনের সান্দ্রতার সূত্র মেনে চলে না। সান্দ্রতা হলো প্রবাহী পদার্থের একটি গুণ যেটা বর্ণনা করে পদার্থটির প্রবাহের প্রতি প্রতিরোধের পরিমাণ। নিউটনের সন্দ্রতার সূত্র অনুসারে কোনো পদার্থের সান্দ্রতা সব ক্ষেত্রে ধ্রুবক। কিন্তু নন-নিউটনিয়ান পদার্থের ক্ষেত্রে এর সান্দ্রতা এর উপর প্রযুক্ত চাপের সাথে পরিবর্তিত হয়। নিউটনের সন্দ্রতার সূত্র মে না চলার কারণেই এদের নন-নিউটনিয়ান ফ্লুইড বলা হয়।


নন-নিউটনিয়ান ফ্লুইড দুই ধরনের হয়:

  • সিউডোপ্লাস্টিক (Pseudoplastic): সিউডোপ্লাস্টিক বলা হচ্ছে সেসকল নন-নিউটনিয়ান ফ্লুইডকে যেগুলোর সন্দ্রতা চাপ প্রয়োগের সাথে কমে অর্থাৎ চাপ প্রয়োগ করলে সহজে প্রবাহিত হয়।
  • ডাইলাট্যান্ট (Dilatant): ডাইলাট্যান্ট বলা হচ্ছে সেসকল নন-নিউটনিয়ান ফ্লুইডকে যেগুলোর সন্দ্রতা চাপ প্রয়োগের সাথে বাড়তে থাকে অর্থাৎ চাপ প্রয়োগ করলে যেগুলোর প্রবাহ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

এরকম আরও প্রশ্ন

avatar
+3 টি ভোট
টাইম ডাইলেশন বলতে কি বোঝায়?
টাইম ডাইলেশন / সময় প্রসারণ কি | টাইম ডাইলেশন কিভাবে ঘটে | টাইম ডাইলেশন এর ব্যাক্ষা।
avatar
+3 টি ভোট
কাঁচা লোহা বলতে কি বোঝায়?
অনেক সময়ই অনেক লোককে বলতে শোনা যায় যে এই ছু*রিটি কাঁচা লোহার তৈরি এতে ভালো ধার থাকবে না। আবার বইয়েও পড়েছি যে ইলেকট্রো-ম্যাগনেট তৈরির জন্য কাঁচা লোহার উপর পরিবাহী তারের কয়েল প্যাঁচানো হয়। এই কাঁচা লোহা বলতে কি বোঝানো হচ্ছে মূলত।
avatar
+3 টি ভোট
স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার বলতে কি বোঝায়?
স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার মূলত কি, বিস্তারিত উত্তর আশা করছি।
avatar
+4 টি ভোট
NFT বলতে কি বোঝায়? NFT এর কাজ কি?
সোশ্যাল মিডিয়ায় আজকাল NFT নিয়ে অনেক পোস্ট দেখা যায়। এই NFT মূলত কি? এর কাজ কি? একটু বিস্তারিত জানতে চাই।
avatar
+3 টি ভোট
এন্ড টু এন্ড এনক্রিপশন বলতে কি বোঝায়?
বিভিন্ন মেসেজিং অ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন উল্লেখ করা থাকে, এই এন্ড টু এন্ড এনক্রিপশন বলতে কি বোঝায় এবং এর কাজ কি?

242 টি প্রশ্ন

234 টি উত্তর

28 টি মন্তব্য

34 জন সদস্য

সাম্প্রতিক ব্যাজ সমুহ

easoyeb 11 39 196 একটি ব্যাজ পেয়েছেন
whoever 7 38 187 একটি ব্যাজ পেয়েছেন
easoyeb 11 39 196 একটি ব্যাজ পেয়েছেন
whoever 7 38 187 একটি ব্যাজ পেয়েছেন
whoever 7 38 187 একটি ব্যাজ পেয়েছেন

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar
  2. avatar
  3. avatar
...