পৃথিবীতে বিভিন্ন পাখি দেখা যায়। এদের মধ্যে কেউ আবার কথাও বলতে পারে। কিন্তু প্রশ্ন হলো সবচেয়ে বুদ্ধিমান পাখি কোনটি?
কাক হলো পাখিদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান। ছোটবেলায় বইয়ে পড়েছিলাম কাক ও নুড়িপাথরের গল্প। সেখানে বিষয় টি কাল্পনিক মনে হলেও এটা কিন্তু মিথ্যা নয়।
কাক আসলেই তার চারপাশের জিনিস কে কাজে লাগিয়ে তার প্রয়োজন মেটাতে পারে। যেটা অন্য সাধারন পাখি খুব বেশি পারে না।
কাকেরা তাদের খাবার সংগ্রহ করতে জানে। কোন খাবারটি তাদের খেতে হবে এবং কোনটি সংরক্ষণ করতে হবে সেটা তারা বুঝতে পারে। কাকেরা মানুষের চেহারা ও এর বৈশিষ্ট্য মনে রাখতে পারে তাও আবার প্রায় ৫ বৎসর পর্যন্ত।
কাক একটি উপকারি পাখি। হবে দিন দিন এদের সংখ্যা কমে যাচ্ছে।
২৮৮ টি প্রশ্ন
২৭৬ টি উত্তর
২৯ টি মন্তব্য
৪৫ জন সদস্য