avatar
+4 টি ভোট

পাখিদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে?

পৃথিবীতে বিভিন্ন পাখি দেখা যায়। এদের মধ্যে কেউ আবার কথাও বলতে পারে। কিন্তু প্রশ্ন হলো সবচেয়ে বুদ্ধিমান পাখি কোনটি?

1 টি উত্তর

avatar
+4 টি ভোট

কাক হলো পাখিদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান। ছোটবেলায় বইয়ে পড়েছিলাম কাক ও নুড়িপাথরের গল্প। সেখানে বিষয় টি কাল্পনিক মনে হলেও এটা কিন্তু মিথ্যা নয়।


image


কাক আসলেই তার চারপাশের জিনিস কে কাজে লাগিয়ে তার প্রয়োজন মেটাতে পারে। যেটা অন্য সাধারন পাখি খুব বেশি পারে না।


কাকেরা তাদের খাবার সংগ্রহ করতে জানে। কোন খাবারটি তাদের খেতে হবে এবং কোনটি সংরক্ষণ করতে হবে সেটা তারা বুঝতে পারে। কাকেরা মানুষের চেহারা ও এর বৈশিষ্ট্য মনে রাখতে পারে তাও আবার প্রায় ৫ বৎসর পর্যন্ত। 


কাক একটি উপকারি পাখি। হবে দিন দিন এদের সংখ্যা কমে যাচ্ছে।

এরকম আরও প্রশ্ন

avatar
+4 টি ভোট
বিশ্বের সবচেয়ে দামি ধাতুর নাম কি?
কোন ধাতুর দাম পৃথিবীতে সবচেয়ে বেশি? জানতে চাই।
avatar
+3 টি ভোট
বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কে?
ইউটিউবে আমরা অনেক ইউটিউবারের ভিডিও দেখে থাকি। এর মধ্যে থেকে এই মুহুর্তে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কে। সে কোন দেশের নাগরিক?
avatar
+4 টি ভোট
পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণ কোন গ্যাস পাওয়া যায়?
পৃথিবীর বায়ুমণ্ডলে সবচে বেশি পরিমাণ কোন গ্যাস পাওয়া যায় সব শতকরা কত শতাংশ।
avatar
+5 টি ভোট
ওয়ারেন্টি এবং গ্যারান্টি এর মধ্যে পার্থক্য কি?
কোনো পণ্যে ওয়ারেন্টি এর উল্লেখ দেখা যায় আবার কোনো পণ্যে গ্যারান্টি এর উল্লেখ দেখা যায়। এই দুটি কি একই নাকি ভিন্ন? ভিন্ন হলে এদের পার্থক্য কি?
0 টি উত্তর
avatar
+2 টি ভোট
সিএনজি(CNG) এবং এলপিজি(LPG) এর মধ্যে পার্থক্য কি?
আমরা জানি যে সিএনজি এর পূর্ণরূপ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এবং এলপিজি এর পূর্ণরূপ লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। এরা উভয়ই জ্বালানি গ্যাস তাহলে এদের মধ্যে পার্থক্য কি? এদের কোনটিকে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়।

242 টি প্রশ্ন

234 টি উত্তর

28 টি মন্তব্য

34 জন সদস্য

সাম্প্রতিক ব্যাজ সমুহ

easoyeb 11 39 196 একটি ব্যাজ পেয়েছেন
whoever 7 38 187 একটি ব্যাজ পেয়েছেন
easoyeb 11 39 196 একটি ব্যাজ পেয়েছেন
whoever 7 38 187 একটি ব্যাজ পেয়েছেন
whoever 7 38 187 একটি ব্যাজ পেয়েছেন

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar
  2. avatar
  3. avatar
...