মার্ভেল এর প্রায় প্রত্যেক মুভিতে মিড ক্রেডিট সিন / পোস্ট ক্রেডিট সিন দেওয়া থাকে। এখান থেকে জানতে ইচ্ছা করতেছে যে মার্ভেল ই কি প্রথম এই নিয়ম বের করে?
মুভি শেষ হয়ে গেছে এখন ডিরেক্টর, কাস্ট ইত্যাদি নাম উঠতেছে কিন্তু সবাই এখনো বসে আছে। বলছিলাম এমসিইউ এর মুভির কথা। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স (বা এমসিইউ) এর প্রায় প্রতিটি মুভিতে পোস্ট ক্রেডিট সিন থাকে। মার্ভেল এই ট্রেন্ড এতবেশি ব্যবহার করেছে যে এখন মার্ভেল এর দেখাদেখি অন্যান্ন স্টুডিও এটা ব্যবহার করা শুরু করেছে। তবে প্রথম পোস্ট ক্রেডিট ব্যবহার এর ক্রেডিট মার্ভেল পাবে না। বরং ইতিহাসের প্রথম কোন পোস্ট ক্রেডিট সিন ব্যবহার করা হয় The Silencers (1977) এই মুভিতে।
২৮৭ টি প্রশ্ন
২৭৬ টি উত্তর
২৯ টি মন্তব্য
৪৫ জন সদস্য