সাধারণভাবে ভূ-পৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া হবে তাপমাত্রা তো ততোই বাড়ার কথা। যেহেতু, ক্রমেই সূর্যের নিকটর্তী যাওয়া হচ্ছে। কিন্তু তা না হয়ে কিছু উচ্চতায় উঠার পর তাপমাত্রা কমতে শুরু করে। এর কারণ কি?
ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে তাপমাত্রা হ্রাস পায় প্রধানত দুটি কারণে:
ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে তাপমাত্রা হ্রাসের হার সাধারণত ৬.৫° সেলসিয়াস/কিলোমিটার হারে থাকে। তবে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলের গঠন পরিবর্তিত হয়। তাই, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাসের হারও পরিবর্তিত হতে পারে।
২৮৭ টি প্রশ্ন
২৭৬ টি উত্তর
২৯ টি মন্তব্য
৪৫ জন সদস্য