avatar
+৩ টি ভোট

ফেসবুক প্রচুর ডেটা কাটতেছে, বাঁচার উপায় কি?

ফেসবুক এ প্রচুর ডেটা খরচ হচ্ছে। মনে হচ্ছে ব্যবহার এর থেকেও অতিরিক্ত ডেটা খরচ হচ্ছে। এ থেকে বাঁচার উপায় কি?

1 টি উত্তর

avatar
+৩ টি ভোট

অনেকেরই এই অভিযোগ থাকে যে ফেসবুক চালালে প্রচুর মোবাইল ডেটা খরচ হয়। এই থেকে বছর উপায় কি? কোনো সমাধান আছে? 

দেখুন ফেসবুক অ্যাপ টিকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেখানে আপনি কোনো কিছু দেখার আগেই সেটা আগে থেকেই লোড করে নেয় ফেসবুক। এটা কিন্তু ইউজার এক্সপেরিয়েন্স বাড়ানোর জন্যই। তবে কিছু নিয়ম অনুসরণ করলে ডাটা খরচ এর পরিমাণটা কমানো যেতে পারে।


  • ভিডিও অটো প্লে বন্ধ করুন: ফেসবুক ভিডিও তে অটো প্লে বন্ধ করুন তাহলে অযথা কোন ভিডিও লোড হয়ে অতিরিক্ত ডেটা খরচ করবে না। এজন্য সেটিংস > media এখানে গিয়ে অটো প্লে wifi only করে দিন।
  • ডেটা সেভার ব্যবহার করুন: ফেসবুক অ্যাপ এর মিডিয়া সেটিংস'এ ডাটা সেভার অপশন পাওয়া যাবে যেটা চালু করে দিন, এতে করে ৪০ শতাংশ কম কোয়ালিটিতে ভিডিও লোড হবে এবং এটা আপনার মূল্যবান ডেটা বাঁচাতে সহায়তা করবে।
  • ডেটা বাঁচাতে ফেসবুক লাইট ব্যবহার করুন: ফেসবুক লাইট কে তৈরি করা হয়েছে লো এন্ড ডিভাইসের জন্য এবং কম ডাটা খরচ করানোর জন্য। 

পরিশেষে বলব ডেটা'এর খরচ আপনার ব্যবহারের উপর নির্ভর করতেছে। ফেসবুক ব্যবহার একটু নিয়ন্ত্রণ করে অনেক ডেটা খরচ এর হাত থেকে বাঁচতে পারবেন।

এরকম আরও প্রশ্ন

avatar
+৩ টি ভোট
সোশ্যাল মিডিয়া একাউন্ট নিরাপদ রাখার জন্য কি কি করা উচিৎ?
সোশ্যাল মিডিয়া একাউন্ট অথবা যে কোনো অনলাইন একাউন্ট নিরাপদ রাখার জন্য কিছু টিপস দিন।
avatar
+৩ টি ভোট
বিট এবং বাইট এর মধ্যে পার্থক্য কি?
কোথাও ইন্টারনেট স্পিড এত মেগাবাইট কোথাও মেগাবিট! এই বিট এবং বাইট কি ভিন্ন দুটি ইউনিট? ভিন্ন হলে এদের মধ্যে পার্থক্য কি?
avatar
+৩ টি ভোট
অপটিক্যাল ফাইবার কি? একটি অপটিক্যাল ফাইবার সর্বোচ্চ কত স্পিডে ডাটা ট্রান্সমিট করতে পারে?
আমরা ইন্টারনেট কানেকশন এর জন্য যে অপটিক্যাল ফাইবার ক্যাবল ইউজ করি সেই ক্যাবল এর একটি ফাইবার প্রতি সেকেন্ডে সর্বোচ্চ কি পরিমাণ ডাটা ট্রান্সমিট করতে পারে?
avatar
+৩ টি ভোট
একটি ওয়েবসাইট তৈরির জন্য প্রাইমারিভাবে কি কি প্রয়োজন?
আমি যদি একটি ওয়েবসাইট তৈরি করতে চাই তাহলে আমার প্রথমে কি কি লাগবে।
avatar
+৩ টি ভোট
ওয়েব হোস্টিং কি?
ওয়েব হোস্টিং কি? ওয়েব হোস্টিং সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করতেছি। কি কি কাজে ওয়েব হোস্টিং প্রয়োজন। কেন প্রয়োজন।

২৮৭ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

alaminhossain ১৯ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৩ ২২৭ একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
...