ট্রান্সমিশন লাইনে লাগানো এসব বলকে "মার্কার বল" বা "মার্কার গোলক" বলা হয়ে থাকে। মূলত হেলিকপ্টার এর মতো নিম্ন উচ্চতায় চলাচলকারী এয়ারক্রাফট চালক যেন সহজে ট্রান্সমিশন লাইনের তার সনাক্ত করতে পারে এবং সম্ভাব্য দুর্ঘটনা থেকে দূরে থাকতে পারে সেজন্য এই বলগুলো দেওয়া হয়। দূর থেকে লাইনের তারগুলো সহজে সনাক্ত করা যায়না, কিন্তু এই বলগুলো সহজেই খালি চোখে সনাক্ত করা যায়, তাই পাইলট যাতে সহজে ট্রান্সমিশন লাইনের তারের অবস্থান সনাক্ত করতে পারে সেজন্য এগুলো দেওয়া হয়।