আমরা জানি বেলুনে হালকা গ্যাস হিসেবে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়। কেননা এটা সাধারণ বায়ুর থেকে হালকা। আমার প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম এর থেকে হালকা হওয়া সত্বেও বেলুনে ব্যবহার করা হয়না কেন?
হাইড্রোজেন গ্যাস হিলিয়াম গ্যাসের চেয়ে হালকা হওয়া সত্ত্বেও বেলুনে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয় না। এর কারণ হলঃ
হিলিয়াম গ্যাস দাহ্য নয় এবং দীর্ঘস্থায়ী। তাই এটি বেলুনে ব্যবহারের জন্য নিরাপদ এবং কার্যকর।
তাই সবকিছু বিবেচনায় হিলিয়াম হাইড্রোজেন এর তুলনায় দামী হওয়া সত্ত্বেও বাণিজ্যিকভাবে বেলুনে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়।
২৮৮ টি প্রশ্ন
২৭৬ টি উত্তর
২৯ টি মন্তব্য
৪৫ জন সদস্য