Concentrated solar power মনে কি? এটা কি সৌর বিদ্যুৎ? Concentrated solar power কিভাবে কাজ করে?
জী Concentrated solar power এক ধরনের সৌর বিদ্যুৎ এর প্রযুক্তি। এটি সৌর বিদ্যুৎ এর ন্যায় সূর্যের আলোর সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করে। তবে সাধারণ সৌর বিদ্যুৎ এর থেকে এর কাজ করার ধরন কিছুটা আলাদা।
Concentrated মনে কেন্দ্রীভূত। প্রায় কয়েক হাজার আয়না এর ফোকাস এক স্থানে কেন্দ্রীভূত করে সৌর শক্তি উৎপন্ন করা হয় একই কনসেনট্রেটেড সোলার পাওয়ার বলে। কয়েক হাজার আয়নার আলো এক স্থানে কেন্দ্রীভূত করে যে তাপ শক্তি পাওয়া যায় সেটা ব্যাবহার করা হয় লবণ কে মেল্ট করার জন্য। যা মোল্টেন সল্ট নামে পরিচিত। মেল্টেন সল্ট ব্যবহার করে এর তাপ শক্তিকে কাজে লাগিয়ে স্টিম তৈরি করা হয়। এর পরে এই স্টিম থেকে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
২৮৮ টি প্রশ্ন
২৭৬ টি উত্তর
২৯ টি মন্তব্য
৪৬ জন সদস্য
Nobody yet this month.