আমি একজন স্টুডেন্ট, আমি জানতে ভালোবাসি এবং আমার জ্ঞানের পরিধিকে কে প্রকাশ ভালোবাসি।
পরমানুর মধ্যস্থ ইলেক্ট্রনসমূহের ভর অতি নগন্য। প্রকৃতপক্ষে পরমানুর ভর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রনের সংখ্যার ওপর নির্ভরশীল। কোনো মৌলের পরমানুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রনের মিলিত সংখ্যাকে ঐ মৌলের ভরসংখ্যা বলে।