avatar
টি ভোট

খেলার খবর বাংলাদেশ

বেশিরভাগ দলের ইংলিশ প্রিমিয়ার লিগে ৫ টি ম্যাচ হয়ে গেছে। শুধুমাত্র চারটি দলের ৪ টি করে ম্যাচ খেলেছে। আজ ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটির প্রতিপক্ষ আর্সেনাল, ব্রাইটনের মাঠে প্রতিপক্ষ নটিংহাম ফরেস্ট। পাঁচটি করে ম্যাচ হয়ে যাবে এ দুটি ম্যাচ হলে।

অধিকাংশ দল পাঁচটি করে ম্যাচ খেললেও এখনো জয়ের দেখা পায়নি ৬ টি দল - সাউদাম্পটন, এভারটন, উলভারহ্যাম্পটন, লেস্টার সিটি, ক্রিস্টাল প্যালেস ও ইপসউইচ টাউন। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এসব ঘটনা এবারই প্রথম। 

এবারের মৌসুমে অধিকাংশ দল ৫ টি করে ম্যাচ খেললেও এত বেশি দল এর আগে কখনো জয়হীন ছিলোনা। জয় না পেলেও ক্রিস্টাল প্যালেস, ইপসউইচ টাউন ও লেস্টার সিটি সমান ৩ টি করে ম্যাচ ড্র করেছে। এসব দলের সবারই ৩ পয়েন্ট। অপরাধ সম্রাজ্য নামে খ্যাত মেসির জন্মস্থানের আশ্চর্য পরিবর্তন

এভারটন, উলভারহ্যাম্পটন ও সাউদাম্পটন ১ টি করে ম্যাচ ড্র করেছে। আপাতত খারাপ অবস্থানে রয়েছে এই তিন দল। (-৭) বলে ১৮ নম্বর পজিশনে সাউদাম্পটন। অপরদিকে উলভারহ্যাম্পটন ও এভারটন ৫টি গোল দিয়ে খেয়েছে ১৪ টি করে গোল। 

গোল ব্যবধানে দুদলই সমান - ৯। পয়েন্ট তালিকায় এ দুইদলই ১৯ ও ২০ নাম্বারে রয়েছে। চারটি দল এখন পর্যন্ত কোন ম্যাচ হারেনি - সিটি, আর্সেনাল, নটিংহ্যাম ফরেস্ট ও ব্রাইটন। অবাক করা বিষয় হচ্ছে এই চারটি দলই আজ ম্যাচ খেলতে মাঠে নামছে। 

নটিংহ্যাম ও ব্রাইটনের সমান দুটি করে জয় ও হার। আর্সেনাল ৩ ম্যাচ জিতেছে ও ১ ম্যাচ ড্র করেছে। শতভাগ জয় রয়েছে ম্যানসিটির, এছাড়া তারা প্রিমিয়ার লিগের গত মৌসুমে চ্যাম্পিয়ন দল। এবার দেখার বিষয় হলো টানা ৪ বার চ্যাম্পিয়ন ম্যান সিটি আজকের ম্যাচে আর্সেনালের বিপক্ষে জিততে পারে কিনা। 

শেষ ৫ বারের দেখায় সমান দুটি করে ম্যাচ জিতেছে ও একবার ড্র করেছে তারা। প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ ২০ বার চ্যাম্পিয়ন হয়েছে ম্যান ইউনাইটেড। তবে এবার ভালো অবস্থানে নেই তারা ৫ ম্যাচে ২ জয় ও ২ ড্র নিয়ে পয়েন্ট টেবিলের ১১ তম অবস্থানে রয়েছে তারা। 

দ্বিতীয় সর্বোচ্চ ১৯ ট্রফি নিয়ে এবারের প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে লিভারপুল। ৫ ম্যাচে ৪ জয় ও ১ হারে ১২ পয়েন্ট নিয়ে তাদের এ অর্জন এখন পর্যন্ত। 

নতুন মৌসুমে প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে ওলোভস। ৫ ম্যাচে ৪ হার ও ১ ড্রয়ে মাত্র ১ পয়েন্ট নিয়ে তাদের এ অবস্থা। এখন দেখার  শেষ পর্যন্ত এবারের মৌসুমে কারা চ্যাম্পিয়ন হয়। বিস্তারিত জানতে খেলার খবর ওয়েবসাইটে image

উত্তর দেওয়ার জন্য লগইন অথবা একাউন্ট রেজিষ্টার করুন.

এরকম আরও প্রশ্ন

avatar
+৩ টি ভোট
প্লে স্টোর থেকে কোন অ্যাপ ডাউনলোড করতে পারি না যায়গা না থাকার কারনে, কোন উপায় আছে?
পুরাতন ফোনে জায়গা না থাকার কারনে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারি না। এখন কি উপায়ে ডাউনলোড করতে পারবো?

টি উত্তর
avatar
+৫ টি ভোট
ওয়্যারলেস চার্জিং কিভাবে কাজ করে?
স্মার্টফোনের ওয়্যারলেস চার্জিং কিভাবে কাজ করে?
avatar
+২ টি ভোট
পুরাতন স্মার্টফোন কেনার সময় কি কি চেক করা উচিত?
আমি পুরাতন ফোন কিনতে চাচ্ছি। এক্ষেত্রে পুরাতন ফোন কেনার আগে ক কি চেক করে নেওয়া উচিত আমার।
avatar
+৪ টি ভোট
ফোনের ডার্ক মোড অথবা নাইট মোড সবসময় চালু রাখলে কি ফোনের কোনো সমস্যা হবে?
আমি যদি সবসময় ফোন ডার্ক মোডে ব্যবহার করি তাহলে ফোনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে?
avatar
+৪ টি ভোট
আমার ফোনের বর্তমান ওয়ালপেপার স্টোরেজ থেকে ডিলেট হয়ে গেছে, উদ্ধার করবো কিভাবে?
আমার ফোন এর ওয়ালপেপার স্টোরেজ থেকে ডিলেট হয়ে গেছে কিন্তু এখনো ফোনে ওয়ালপেপার হিসেবে সেট করা আছে, এই ওয়ালপেপার উদ্ধার করবো কিভাবে?

২৮৮ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

whoever ১৫ ৬৪ ২৩০ একটি ব্যাজ পেয়েছেন
easoyeb ১৩ ৬০ ২৩৩ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৪ ২৩০ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৪ ২৩০ একটি ব্যাজ পেয়েছেন
easoyeb ১৩ ৬০ ২৩৩ একটি ব্যাজ পেয়েছেন
...