avatar
+২ টি ভোট

অ্যান্ড্রয়েড ফোনে ওয়েবপেজ ইন্সপেকট করবো কিভাবে?

অ্যান্ড্রয়েড ফোনের জন্য এমন কোনো ওয়েব ব্রাউজার আছে কি যেটা দিয়ে ওয়েবপেজের এলিমেন্ট ইন্সপেকট করা যাবে।

1 টি উত্তর

avatar
+৩ টি ভোট

নরমিলি সব কম্পিউটার ব্রাউজারে ওয়েবপেজ ইনসপেক্ট করা যায় তবে অ্যান্ড্রয়েড ক্ষেত্রে বিষয়টি আলাদা। কোন জনপ্রিয় ব্রাউজারেই এই সুবিধাটি নেই। তবে একটা ব্রাউজার আছে যেটাতে কম্পিউটার এর মতো অনেক কিছুই করা যায়। যার নাম হচ্ছে কিউই ব্রাউজার ( Kiwi Browser)।


কিউই ব্রাউজার ব্যবহার করে সহজেই ইন্সপেক্ট করতে পারবেন যে কোন ওয়েবপেজ। কিভাবে করবেন?
  • ব্রাউজারটি ডাউনলোড করুন প্লে স্টোর থেকে।
  • যে ওয়েবপেজ ইন্সপেক্ট করবেন সেই পেজে যান। 
  • এবার উপরে ডান কর্ণারে থাকা মেনু তে ক্লিক করুন।
  • নিচে একটি অপশন দেখতে পাবেন Developer Tool এই নামে। সেটাতে ক্লিক করুন। 

ডেভেলপার টুল অপসনটিতে ক্লিক করলেই নতুন একটি ট্যাব খুলে যাবে। সেটাতে গেলেই কেল্লা ফতেহ। পেয়ে যাবেন একদম কম্পিউটার এর মতো ওয়েবপেজ ইন্সপেক্টর।
avatar
অনেক কাজের একটা টুল, এই একটা কারণেই এই ব্রাউজার ইউজ করি
+২

এরকম আরও প্রশ্ন

avatar
+৪ টি ভোট
অ্যানড্রয়েড ফোনে ক্রোম এক্সটেনশন ব্যবহার করবো কিভাবে?
কম্পিউটার এর ক্রোম ব্রাউজারে বিভিন্ন রকমের এক্সটেনশন ব্যবহার করা যায়। ওগুলো অ্যানড্রয়েড এর ক্রোম'এ ব্যবহার করা যায় না কেন? অ্যানড্রয়েড'এ কিভাবে ব্যবহার করবো?
avatar
+৩ টি ভোট
অ্যান্ড্রয়েড ফোনে সেফ মোড দেখাচ্ছে, রিমুভ করবো কিভাবে?
image

ফোন রিবুট করার পর স্ক্রিনের নিচের নিচের দিকে সেফ মোড লেখা দেখাচ্ছে আর কোনো ইনস্টল করা অ্যাপ কাজ করছে না। এটা কিভাবে আসলো? আর এই সেফ মোড রিমুভ করবো কিভাবে?
avatar
+৪ টি ভোট
ভাষা শেখার জন্য কোন অ্যাপ আছে?
আমি আরবি ভাষা শিখতে চাই। এমন কোন অ্যাপ আছে যেটা দিয়ে আমি আরবি সহ যে কোন বিদেশ ভাষা শিখতে পারবো।
avatar
+৩ টি ভোট
মোবাইলে ভেক্টর আর্ট তৈরির জন্য কোনো অ্যাপ আছে? থাকলে বেস্ট কোনটি?
মোবাইলে অ্যাডোব ইলাস্ট্রেটর এর মতো ভেক্টর আর্ট তৈরি করার জন্য কোনো অ্যাপ আছে কি? থাকলে এদের মধ্যে বেস্ট অ্যাপটির নাম বলুন।
avatar
+৩ টি ভোট
প্লে স্টোর থেকে কোন অ্যাপ ডাউনলোড করতে পারি না যায়গা না থাকার কারনে, কোন উপায় আছে?
পুরাতন ফোনে জায়গা না থাকার কারনে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারি না। এখন কি উপায়ে ডাউনলোড করতে পারবো?

টি উত্তর

২৭৪ টি প্রশ্ন

২৬৬ টি উত্তর

৩০ টি মন্তব্য

৪৩ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar
  2. avatar
  3. avatar
  4. avatar
  5. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

rushani একটি ব্যাজ পেয়েছেন
admin ১১ ৫৬ একটি ব্যাজ পেয়েছেন
rushani একটি ব্যাজ পেয়েছেন
ashraf97 একটি ব্যাজ পেয়েছেন
admin ১১ ৫৬ একটি ব্যাজ পেয়েছেন
...