অ্যান্ড্রয়েড ফোনের জন্য এমন কোনো ওয়েব ব্রাউজার আছে কি যেটা দিয়ে ওয়েবপেজের এলিমেন্ট ইন্সপেকট করা যাবে।
নরমিলি সব কম্পিউটার ব্রাউজারে ওয়েবপেজ ইনসপেক্ট করা যায় তবে অ্যান্ড্রয়েড ক্ষেত্রে বিষয়টি আলাদা। কোন জনপ্রিয় ব্রাউজারেই এই সুবিধাটি নেই। তবে একটা ব্রাউজার আছে যেটাতে কম্পিউটার এর মতো অনেক কিছুই করা যায়। যার নাম হচ্ছে কিউই ব্রাউজার ( Kiwi Browser)।