avatar
+২ টি ভোট

উইন্ডোজ স্টার্ট মেনু ফুল স্ক্রিন হয়ে গেছে, অফ করবো কিভাবে?

কোনো সেটিংস অন করেছি হয়তো, যে কারণে উইন্ডোজ স্টার্ট মেনু ফুল স্ক্রিন হয়ে গেছে। ফুল স্ক্রিন অফ করবো কিভাবে?

1 টি উত্তর

avatar
+২ টি ভোট

সম্ভবত ট্যাবলেট মোড অন হয়েছে। কুইক সেটিংস থেকে ট্যাবলেট মোড অফ করলেই ঠিক হয়ে যাবে।

image
avatar
এতে কাজ হয়েছে, ধন্যবাদ

এরকম আরও প্রশ্ন

avatar
+৪ টি ভোট
আমার ফোনের বর্তমান ওয়ালপেপার স্টোরেজ থেকে ডিলেট হয়ে গেছে, উদ্ধার করবো কিভাবে?
আমার ফোন এর ওয়ালপেপার স্টোরেজ থেকে ডিলেট হয়ে গেছে কিন্তু এখনো ফোনে ওয়ালপেপার হিসেবে সেট করা আছে, এই ওয়ালপেপার উদ্ধার করবো কিভাবে?
avatar
+৪ টি ভোট
এলসিডি (LCD) স্ক্রিন কিভাবে কাজ করে?
আমরা স্মার্টফোন, কম্পিউটার, স্মার্টওয়াচ, ট্যাবলেট বা অন্যান্য ডিজিটাল ডিভাইজ গুলোতে যে এলসিডি স্ক্রিন ব্যবহার করি সেগুলো কিভাবে কাজ করে?
avatar
+৫ টি ভোট
এন্টিভাইরাস কী? এন্টিভাইরাস কিভাবে কাজ করে?
কম্পিউটার কে আমরা ভাইরাস এর হাত থেকে বাচাতে এন্টিভাইরাস ব্যবহার করি। এই এন্টিভাইরাস কাজ করে কিভাবে?
avatar
+৫ টি ভোট
ডিলিট করা ডাটা পুনরুদ্ধার করা কিভাবে সম্ভব?
মেমোরি বা ড্রাইভ থেকে কোনো ডাটা ডিলিট করে ফেললে সেটা উদ্ধার করা সম্ভব হয় কিভাবে? যেহেতু এটা ডিলিট করা হয়েছে তাহলে কিভাবে আবার ফিরিয়ে আনা সম্ভব হয়?
avatar
+৪ টি ভোট
ক্যালকুলেটরে কমপ্লেক্স নাম্বারকে রুট করবো কিভাবে?
এখন পর্যন্ত কয়েক ধরনের সায়েন্টিফিক ক্যালকুলেটর ট্রাই করেছি, তাদের মধ্যে কোনোটিই রেক্টাঙ্গুলার (a+bi) কিংবা পোলার (a∠b) কোনো ধরনের জটিল সংখ্যাই রুট করতে পারছি না। রুট করতে গেলে ম্যাথ এরর দেখায়। এর কোনো সমাধান আছে?

২৮৭ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

alaminhossain ১৯ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৩ ২২৭ একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
...