ইতিহাস - প্রশ্ন উত্তর

+৩ টি ভোট
আব্বাসীয় খিলাফতের উত্থান হয় কখন? বিস্তারিত জানতে চাই।
আব্বাসীয় খিলাফতের উত্থান হয় ৭৫৮ খ্রিস্টাব্দে। আব্বাসীয় খিলাফত একটি অতি প্রভাবশালী খিলাফত ছিল যা সামরিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিশাল সম্পত্তি সম্পন্ন ছিল। আব্বাসীয় খিলাফতের পতন হয় ১২৫৮ সালে।
avatar
+৩ টি ভোট
আমেরিকান এক জাতিকে কেন ইন্ডিয়ান বলা হয়?

আমেরিকান আদিবাসিদেরকে "ইন্ডিয়ান" বলা হয়। ক্রিস্টোফার কলম্বাস ১৫শ শতকে তাদেরকে ইন্ডিয়ান বলেছিলেন। এর পিছনে একটি মজার ঘটনা আছে। ক্রিস্টোফার কলম্বাস এশিয়ায় যাওয়ার উদ্যেশে সমুদ্র পাড়ি জমান কিন্তু পৌছালেন আজকের আমেরিকা মহাদেশে। কিন্তু তিনি মনে করলেন যে তিনি আসলে গেছেন এশিয়ার ইন্ডিয়াতে এবং সেখানকার বাসিন্দাদের কে বললেন এরা ইন্ডিয়ান। সেখান থেকেই তাদেরকে ইন্ডিয়ান বলা হয়।

avatar
+৩ টি ভোট
প্রক্সি যুদ্ধ বলতে কি বোঝায়?

প্রক্সি যুদ্ধকে এক প্রকারের পরোক্ষ যুদ্ধ বলা যেতে পারে। যেখানে দুইটি দেশ সরাসরি কোন যুদ্ধে অংশগ্রহণ করে না বরং যুদ্ধকে অস্বীকার করে কিন্তু অপরদিকে অন্য দুইটি দেশকে ব্যবহার করে তাদের যুদ্ধ পরিচালনা করে। 

প্রক্সি যুদ্ধের উৎপত্তি মূলত স্নায়ুযুদ্ধ থেকেই শুরু হয়। যেখানে দুই দেশ যদিও সরাসরি যুদ্ধ করে না তবে তাদের মিত্র দেশগুলো যদি একে অপরের সাথে যুদ্ধে জড়িত হয় তাহলে তারা নিজ নিজ মিত্র দেশের পক্ষ নেয় এবং আর্থিক, মিলিটারি এবং অন্যান্য বিভিন্ন ধরনের সহায়তা করে থাকে।


দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বেশ কয়েকটি প্রক্সি যুদ্ধ দেখা যায়। যেগুলোর কয়েকটি নিচে দেওয়া হল। 
  • ভিয়েতনাম যুদ্ধ (১৯৫৪-১৯৭৫): ভিয়েতনামের এই যুদ্ধ সংঘটিত হয় উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম এই দুই পক্ষের মধ্যে যেখানে উত্তর ভিয়েতনামের সঙ্গ দেয় সোভিয়েত ইউনিয়ন এবং চীন অপরদিকে দক্ষিণ ভিয়েতনামের সঙ্গ দেয় আমেরিকা। 
  • ইরাক ইরান যুদ্ধ (১৯৮০-১৯৮৮): ইরাক ইরানের যুদ্ধও একটি প্রক্সি যুদ্ধ ছিল। যেখানে একাধিক দেশ যুক্ত ছিল। যেখানে ইরাকের সাপোর্টে ছিল প্রধানত সৌদি আরব, কুয়েত অন্যান্য আরব দেশ অন্যদিকে ইরানের সাপোর্টে ছিল প্রধানত সিরিয়া লিবিয়া এবং অন্যান্য মিত্র দেশ।
avatar
+৩ টি ভোট
স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার বলতে কি বোঝায়?

স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার বলা হয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনার ফলে সৃষ্ট অবস্থাকে, যা ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ থেকে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের বিচ্ছেদ পর্যন্ত স্থায়ী ছিল। যদিও দুটি পরাশক্তি এতে সরাসরি সামরিক সংঘাতে জড়িত ছিল না। বরং স্নায়ুযুদ্ধ বেশ কয়েকটি প্রক্সি যুদ্ধ, পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা এবং কূটনৈতিক স্থবিরতার সাথে জড়িত যা যুগকে সংজ্ঞায়িত করে।


স্নায়ুযুদ্ধের একটি মূল বৈশিষ্ট্য ছিল পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন উভয়ই সেসময় বিপুল সংখ্যক পারমাণবিক অস্ত্র তৈরি করেছে এবং মজুদ করেছে, যা ক্রমাগত পারস্পরিক ভয় এবং সন্দেহের দিকে পরিচালিত করে। ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকট মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক যুদ্ধের অনেক কাছাকাছি নিয়ে আসে। এসময় সোভিয়েত ইউনিয়ন কিউবাতে ক্ষেপণাস্ত্র স্থাপন করলে সেটা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এর জবাবে যুক্তরাষ্ট্র তুরস্ক এবং ইতালিতে ক্ষেপণাস্ত্র স্থাপন করে। শেষ পর্যন্ত উভয়ে চুক্তিতে সম্মত হয় ক্ষেপণাস্ত্র অপসারণ করে এবং দুনিয়া বেঁচে যায় সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের হাত থেকে। এটি ছিল স্নায়ুযুদ্ধের একটি প্রধান মোড়।


স্নায়ুযুদ্ধের আরেকটি মূল দিক ছিল প্রক্সি যুদ্ধের বিস্তার। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন প্রায়শই কোরিয়া, ভিয়েতনাম এবং আফগানিস্তানের মতো বেশকিছু বিশ্বব্যাপী সংঘাতে বিরোধী পক্ষকে সামরিক ও আর্থিক সহায়তা প্রদান করেছিল।


১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের সাথে স্নায়ুযুদ্ধের সমাপ্তি ঘটে। ১৯৮৯ সালে বার্লিন প্রাচীরের পতন এবং পরবর্তীতে জার্মানির পুনর্মিলন সোভিয়েত ইউনিয়নের জন্য সমাপ্তির সূচনা করে। দেশটি অর্থনৈতিক অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা এবং সাধারণ অস্থিরতায় বেষ্টিত ছিল। ১৯৯১ সালে, সোভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়ে যায় এবং স্নায়ুযুদ্ধের যুগের সমাপ্তি ঘটে।

avatar
+২ টি ভোট
বাংলাদেশকে কোন দেশ প্রথম স্বীকৃতি প্রদান করে?
১৯৭১ সালের ৬ই ডিসেম্বর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভুটান এবং ভারত। ইতিহাসবিদদের মতে ভুটান এবং ভারতের স্বীকৃতির পরেই অন্যান্য দেশের কাছে বাংলাদেশ গ্রহণযোগ্যতা পেতে শুরু করে।
একটা প্রশ্ন করে নিজে জানুন অন্যকে জানতে সহায়তা করুন

২৮৭ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

alaminhossain ১৯ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৩ ২২৭ একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
...