ইন্টারনেট - প্রশ্ন উত্তর

avatar
+৩ টি ভোট
ফেসবুক প্রচুর ডেটা কাটতেছে, বাঁচার উপায় কি?

অনেকেরই এই অভিযোগ থাকে যে ফেসবুক চালালে প্রচুর মোবাইল ডেটা খরচ হয়। এই থেকে বছর উপায় কি? কোনো সমাধান আছে? 

দেখুন ফেসবুক অ্যাপ টিকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেখানে আপনি কোনো কিছু দেখার আগেই সেটা আগে থেকেই লোড করে নেয় ফেসবুক। এটা কিন্তু ইউজার এক্সপেরিয়েন্স বাড়ানোর জন্যই। তবে কিছু নিয়ম অনুসরণ করলে ডাটা খরচ এর পরিমাণটা কমানো যেতে পারে।


  • ভিডিও অটো প্লে বন্ধ করুন: ফেসবুক ভিডিও তে অটো প্লে বন্ধ করুন তাহলে অযথা কোন ভিডিও লোড হয়ে অতিরিক্ত ডেটা খরচ করবে না। এজন্য সেটিংস > media এখানে গিয়ে অটো প্লে wifi only করে দিন।
  • ডেটা সেভার ব্যবহার করুন: ফেসবুক অ্যাপ এর মিডিয়া সেটিংস'এ ডাটা সেভার অপশন পাওয়া যাবে যেটা চালু করে দিন, এতে করে ৪০ শতাংশ কম কোয়ালিটিতে ভিডিও লোড হবে এবং এটা আপনার মূল্যবান ডেটা বাঁচাতে সহায়তা করবে।
  • ডেটা বাঁচাতে ফেসবুক লাইট ব্যবহার করুন: ফেসবুক লাইট কে তৈরি করা হয়েছে লো এন্ড ডিভাইসের জন্য এবং কম ডাটা খরচ করানোর জন্য। 

পরিশেষে বলব ডেটা'এর খরচ আপনার ব্যবহারের উপর নির্ভর করতেছে। ফেসবুক ব্যবহার একটু নিয়ন্ত্রণ করে অনেক ডেটা খরচ এর হাত থেকে বাঁচতে পারবেন।
avatar
+৩ টি ভোট
অনেক টেক এবং টুল ওয়েবসাইট .io ডোমেইন ব্যবহার করে কেন?

.io হলো ব্রিটিশ ইন্ডিয়ান ওশিয়ান টেরিটরির কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন। টেক এবং টুল ওয়েবসাইট গুলো .io ডোমেইন ব্যবহার করার মূল কারণ হলো IO দ্বারা কম্পিউটার সায়েন্স এ ইনপুট এবং আউটপুট বোঝানো হয়। সকল টুলস ওয়েবসাইট এবং সফটওয়্যার এ আমরা কোনো ইনপুট দেওয়ার পর সেই অনুযায়ী আমাদের আউটপুট পাবো সেটা বোঝাতেই মূলত টেক এবং টুল ওয়েবসাইট গুলো .io ডোমেইন ব্যবহার করে।


বর্তমান ওয়েবসাইটগুলোর প্রায় অর্ধেক ই .com ডোমেইন ব্যবহার করে। .com সবচেয়ে অধিক চাহিদাসম্পন্ন ডোমেইন। যতই দিন যাচ্ছে ততই ফুরিয়ে আসছে ভালো .com ডোমেইন নেম গুলো। অপরদিকে বর্তমানে মাত্র প্রায় 0.4% ওয়েবসাইট .io ডোমেইন ব্যবহার করছে, যায় ফলে .io তে এখনও অনেক ভালো ভালো ডোমেইন নেম উপলব্ধ। আর যেহেতু .io এখন অনেক জনপ্রিয়তা পাচ্ছে তাই নিজের পছন্দের .com ডোমেইন টি উপলব্ধ না থাকলে আরেকটি সুন্দর ডোমেইন নেম খোঁজার পরিবর্তে .io তে রেজিষ্টার করছে অনেকে।

avatar
+২ টি ভোট
চ্যাট জিপিটি ব্যবহার করবো কিভাবে?

বর্তমানে চ্যাট জিপিটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে ওয়েব থেকে অর্থাৎ আপনার ইন্টারনেট ব্রাউজার এর মাধ্যমে ব্যবহার করতে হবে। তবে প্লে স্টোরে সার্চ দিলে অসংখ্য অ্যাপ চলে আসবে চ্যাট জিপিটি নামে কিন্তু এগুলো একটাও অফিসিয়াল না তাই যদি আপনি ওপেন এআই এর অরিজিনাল চ্যাট জিপিটি ব্যবহার করতে চান তবে অবশ্যই ওয়েব থেকেই ব্যবহার করতে হবে। নিচের স্টেপ গুলো ফলো করুন।


  • ব্রাউজার থেকে chat.openai.com এই ওয়েবসাইট ওপেন করতে হবে। এটাই হলো চ্যাট জিপিটি এর অফিসিয়াল ওয়েবসাইট।image
  • এবার আপনাকে এই ওয়েবসাইটে সাইন আপ করে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে। আপনি ইমেইল একাউন্ট এবং ফোন নাম্বার ব্যবহার করে সহজেই একটি অ্যাকাউন্ট আপনার জন্য তৈরি করে নিতে পারেন।image
  • অ্যাকাউন্ট সঠিকভাবে তৈরি করে নিলেই আপনি চ্যাট জিপিটি এর অ্যাকসেস পেয়ে যাবেন।

এখন যেভাবে আপনি চ্যাট করেন একইভাবে এখানে কিছু লিখে পাঠালে তা আপনাকে সেটার উত্তর দিয়ে দেবে উদাহরণ হিসেবে নিচের ছবিগুলো দেখতে পারেন।image

এটি তো শুধু ইংরেজি বুঝে তা না। বরং এটি বাংলাও বুঝতে পারে তবে ইংরেজির মতো অতটা ভালো বুঝতে পারে না। image

উত্তরটি ভালো লাগলে একটি আপ ভোট করুন কিছু জানার থাকলে মন্তব্য করুন।

avatar
+২ টি ভোট
একটি ওয়েবসাইট তৈরির জন্য প্রাইমারিভাবে কি কি প্রয়োজন?

একটি ওয়েবসাইট তৈরি করার জন্য প্রাথমিকভাবে যে উপাদানগুলো প্রয়োজন সেগুলো নিন্মরুপ:


  • ডোমেইন নেম: ডোমেইন নেম হলো ইন্টারনেটে আপনার ওয়েবসাইটের ঠিকানা। যেই ঠিকানায় গেলে যে কেউ আপনার ওয়েবসাইট খুঁজে পাবে। ডোমেইন নামে আপনার ওয়েবসাইটের সার্ভারের আইপি অ্যাড্রেস লিংক করা থাকে, তাই যতবার কেউ ব্রাউজারে আপনার ডোমেইন নেম টাইপ করবে ততবার আপনার ওয়েবসাইটে চলে আসবে। যেমন, tdbangla.com এই ওয়েবসাইটের ডোমেইন নেম।
  • ওয়েব হোস্টিং: এটি এমন একটি সার্ভিস যা আপনার ওয়েবসাইটের জন্য অনলাইন স্টোরেজ সরবরাহ করে এবং আপনার ওয়েবসাইটকে ইন্টারনেটে অ্যাক্সেসযোগ্য হতে দেয়। ওয়েব হোস্টিং এর সাথে একটি স্ট্যাটিক আইপি অ্যাড্রেস দেওয়া হয়। এই অ্যাড্রেসই ডোমেইন নেম এর সাথে লিংক করা হয়।
  • কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS): এটি এমন সফটওয়্যার যা আপনাকে সহজেই আপনার ওয়েবসাইটের সকল কনটেন্ট ম্যানেজ করার সুবিধা করে দেয়। বর্তমানে অনেকগুলো জনপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এর মধ্যে ওয়ার্ডপ্রেস সবচেয়ে বহুল ব্যবহৃত হয়। এই ওয়েবসাইটে question2answer নামক একটি CMS ব্যবহার করা হয়েছে, এটা সাধারণত প্রশ্ন উত্তর ওয়েবসাইট তৈরিতে ব্যবহৃত হয়।

  • কনটেন্ট: কনটেন্ট হচ্ছে সেসবকিছু যেগুলো কেউ আপনার ওয়েবসাইটে গেলে দেখতে পারবে। সাইটের ডিজাইন, লেআউট, ছবি, লেখা সবকিছুই এর মধ্যে ধরতে পারেন। যেমন আপনি এই লেখাটা এই সাইটে পড়ছেন এটিও এই সাইটের কনটেন্ট এর অন্তর্ভুক্ত।

একটি ওয়েবসাইট তৈরির জন্য প্রয়োজনীয় উপাদানগুলোর মধ্যে এগুলোই অন্যতম।
avatar
+৩ টি ভোট
ওয়েব হোস্টিং কি?
ওয়েব হোস্টিং মূলত এক ধরনের অনলাইন ডাটা স্টোরেজ, সাথে এই স্টোরেজ প্রোভাইডার একটি ওয়েবসাইট হোস্ট এবং মেইনটেইন করার জন্য অন্যান্য সার্ভিস (যেমন একটি স্ট্যাটিক আইপি অ্যাড্রেস, অ্যাডমিন প্যানেল ইত্যাদি) প্রদান করে থাকে। যাতে একটি ওয়েবসাইটের সকল ফাইল এবং প্রোগ্রাম স্টোর করা যায় এবং ওয়েবসাইট কন্ট্রোল করা যায়।
avatar
+৩ টি ভোট
সোশ্যাল মিডিয়া একাউন্ট নিরাপদ রাখার জন্য কি কি করা উচিৎ?

সোশ্যাল মিডিয়া একাউন্টের নিরাপত্তায় করণীয় বিষয়গুলো নিচে উল্লেখ করা হলো:

  1. শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা:
    • পাসওয়ার্ড লম্বা হতে হবে
    • পাসওয়ার্ড এর মধ্যে ছোট বড় অক্ষর, নাম্বার, বিশেষ অক্ষর(@, #, $, &) মিশ্রিত রাখতে হবে
    • পাসওয়ার্ড এর মধ্যে নাম, ফোন নাম্বার, ইমেইল এড্রেস, বার্থ ডেড এগুলো ব্যবহার না করা
  2. সকল একাউন্ট টু ফ্যাক্টর অথেনটিকেশন/টু স্টেপ ভেরিফিকেশন এনাবল রাখা উচিৎ
  3. একাউন্টে রিকভারি ফোন নাম্বার এবং ইমেইল যুক্ত রাখা
  4. সম্ভব হলে একাউন্টের রিকভারি ফোন নাম্বার এবং ইমেইল প্রাইভেট রাখা
একটা প্রশ্ন করে নিজে জানুন অন্যকে জানতে সহায়তা করুন

২৮৭ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

alaminhossain ১৯ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৩ ২২৭ একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
...