সাধারণ জ্ঞান - সকল প্রশ্ন

avatar
+২ টি ভোট
সেলসিয়াস এবং ফারেনহাইটের আগে ডিগ্রী লেখা হয় কিন্তু কেলভিনের আগে লেখা হয়না কেন?

কেলভিন তাপমাত্রা স্কেলে ডিগ্রীতে পরিমাপ করা হয় না, কারণ এটি একটি পরম স্কেল। পরম স্কেলে, শূন্য বিন্দু হল তাপমাত্রার সর্বনিম্ন সম্ভাব্য মান। কেলভিন স্কেলে, শূন্য বিন্দু হল -273.15 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই স্কেলে তাপমাত্রা শূন্যের নিচে যেতে পারেনা।


অপরদিকে সেলসিয়াস এবং ফারেনহাইট তাপমাত্রা স্কেলগুলিকে ডিগ্রীতে পরিমাপ করার কারণ হল তারা উভয়ই একটি নির্দিষ্ট তাপমাত্রা বিন্দুকে বেজ করে পরিমাপ করে, যেমন বরফের গলনাঙ্ক বা জলের স্ফুটনাঙ্ক। সেলসিয়াস স্কেলে, বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস এবং জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে, বরফের গলনাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট এবং জলের স্ফুটনাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট।


সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে ডিগ্রী ব্যবহারের আরেকটি কারণ হলো এটি ইন্ডিকেট করে যে এসব স্কেলে তাপমাত্রার মান নেগেটিভ হতে পারে।


মজার বিষয় হল, 1968 সালের আগে, ডিগ্রি চিহ্ন ("°") কেলভিনের সাথে ব্যবহার করা হত। ওজন এবং পরিমাপের সাধারণ সম্মেলন (General Conference on Weights and Measures - CGPM) কেলভিন একক থেকে ডিগ্রী অপসারণের সিদ্ধান্ত নেয় এবং আনুষ্ঠানিকভাবে কেলভিনকে তাপগতিগত তাপমাত্রার জন্য স্বতন্ত্র একক হিসাবে স্বীকৃতি দেয়।

avatar
+২ টি ভোট
এক গ্যালন সমান কত লিটার?

মূলত, গ্যালন একটি ব্রিটিশ পরিমাপ পদ্ধতি। গ্যালন দু'ধরনের হয়ে থাকে: ইম্পেরিয়াল গ্যালন এবং মার্কিন (ইউএস) গ্যালন।


ইম্পেরিয়াল গ্যালন

এক ইম্পেরিয়াল গ্যালন সমান ৪.৫৪৬০৯ লিটার। এই গ্যালনটি মূলত ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে থাকা দেশগুলিতে ব্যবহৃত হয়। বর্তমানে, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ইত্যাদি দেশে ইম্পেরিয়াল গ্যালন ব্যবহৃত হয়।


মার্কিন (ইউএস) গ্যালন

এক মার্কিন গ্যালন সমান ৩.৭৮৫৪১১৭৮৪ লিটার। এই গ্যালনটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার কিছু প্রতিবেশী দেশে ব্যবহৃত হয়।


উদাহরণস্বরূপ, ১০ গ্যালন ইম্পেরিয়াল সমান ৪৫.৪৬০৯ লিটার, যেখানে ১০ গ্যালন মার্কিন সমান ৩৭.৮৫৪১১৭৮৪ লিটার।


গ্যালন থেকে লিটার রূপান্তর সূত্র


ইম্পেরিয়াল গ্যালন থেকে লিটার

গ্যালন × ৪.৫৪৬০৯ = লিটার


মার্কিন গ্যালন থেকে লিটার

গ্যালন × ৩.৭৮৫৪১১৭৮৪ = লিটার
avatar
+৩ টি ভোট
এশিয়ান টাইগার মনে কি?
এশিয়ান টাইগার মনে কি? ফোর এশিয়ান টাইগার বলতে কি বোঝায়?
avatar
+৩ টি ভোট
মনোপলি মানে কি?
মনোপলি সম্পর্কে বিস্তারিত জানতে চাই। কি এই মনোপলি?
+৩ টি ভোট
কোন ইংরেজি বাক্যে সবগুলো অক্ষর রয়েছে?
কোন ইংরেজি বাক্যে সবগুলো অক্ষর রয়েছে? এধরনের বাক্যকে কি বলা হয়?
avatar
+৩ টি ভোট
বজ্রপাতে আলো আগে শব্দ পরে হয় কেন?

কোথাও বজ্রপাত হলে আমরা শব্দ পরে শুনি কেন?


image
Image Credit Tasos Mansour
avatar
+৪ টি ভোট
পাখিদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে?
পৃথিবীতে বিভিন্ন পাখি দেখা যায়। এদের মধ্যে কেউ আবার কথাও বলতে পারে। কিন্তু প্রশ্ন হলো সবচেয়ে বুদ্ধিমান পাখি কোনটি?
+৩ টি ভোট
সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন প্রাণী কোনটি?
কোন প্রাণী সবচেয়ে বেশি গতি অর্জন করতে সক্ষম? এবং এই গতি কত!
avatar
+৩ টি ভোট
ইঞ্জিনের পাওয়ার / ক্ষমতা হর্স পাওয়ার (Hp) এ প্রকাশ করা হয় কেন?
আমরা জানি পাওয়ার বা ক্ষমতার এসআই একক ওয়াট, তাহলে বেশিরভাগ সময় ইঞ্জিনের একক হর্স পাওয়ার এ প্রকাশ করা হয় কেন। আর হর্স পাওয়ার বলতেই কি বোঝানো হচ্ছে?
avatar
+৪ টি ভোট
চাইনিজে যদি একটা সিম্বল একটা শব্দ নির্দেশ করে তবে চায়নারা নিজেদের নাম লিখে কিভাবে?
চাইনিজে যদি একটা সিম্বল একটা শব্দ নির্দেশ করে তবে চায়নারা নিজেদের নাম লিখে কিভাবে? আবার একজন নন চাইনিজ তার নাম চায়নায় কিভাবে লিখবে?
avatar
+৪ টি ভোট
পৃথিবীর সব চেয়ে মুল্যবান পদার্থের নাম কি এবং সেটির মূল্য কেমন?
পৃথিবীর সব চেয়ে মুল্যবান পদার্থের নাম কি এবং সেটির মূল্য কেমন? এটি কোথায় পাওয়া যায় এবং তার ব্যবহার কি?
avatar
+৫ টি ভোট
ওয়ারেন্টি এবং গ্যারান্টি এর মধ্যে পার্থক্য কি?
কোনো পণ্যে ওয়ারেন্টি এর উল্লেখ দেখা যায় আবার কোনো পণ্যে গ্যারান্টি এর উল্লেখ দেখা যায়। এই দুটি কি একই নাকি ভিন্ন? ভিন্ন হলে এদের পার্থক্য কি?

টি উত্তর
avatar
+৪ টি ভোট
বিশ্বের সবচেয়ে দামি ধাতুর নাম কি?
কোন ধাতুর দাম পৃথিবীতে সবচেয়ে বেশি? জানতে চাই।
avatar
+৪ টি ভোট
সিএনজি (CNG) ও এলপিজি (LPG) কি?
সিএনজি (CNG) ও এলপিজি (LPG) কি এবং কোনটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, বিস্তারিত জানতে চাই।
avatar
+৪ টি ভোট
পৃথিবীর গতি কত ধরনের ও কি কি?
পৃথিবীর গতি কত ধরনের ও কি কি? বিস্তারিত জানতে চাই।
avatar
+৪ টি ভোট
হঠাৎ সূর্য গায়েব হয়ে গেলে কি হতে পরে?
সূর্য যদি কখনো অলৌকিকভাবে গায়েব হয়ে যায় তাহলে কি হতে পারে?
avatar
+৩ টি ভোট
কালো রংয়ের কাপে চা কেন দ্রুত ঠান্ডা হয়?

সাদা বা অন্য যেকোন রংয়ের কাপে চা প‌রিবেশন করলে চায়ের তাপমাত্রা অনেকক্ষন স্থায়ী থাকে বা ‌ধীরে ধীরে ঠান্ডা হয়। কিন্তু কালো কাপে চা দ্রুত ঠান্ডা হয়ে যায়, ‌এটি কেন হয়?


image

avatar
+৫ টি ভোট
মাটির নিচে আমরা পানি পাই কিভাবে?
আমরা মাটির গভির থেকে যে পানি উত্তলন করি, সেই পানি কোথা থেকে আসে এবং কিভাবে আসে?
avatar
+৫ টি ভোট
আয়নাতে আমাদের প্রতিবিম্ব উপরে-নীচে উল্টায় না কেন?

আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, তখন আমাদের প্রতিবিম্বটি পাশাপাশি উল্টে যায়। কিন্তু প্রতিবিম্বটি উপর-নিচে উল্টায় না কেন?image

avatar
+৪ টি ভোট
পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণ কোন গ্যাস পাওয়া যায়?
পৃথিবীর বায়ুমণ্ডলে সবচে বেশি পরিমাণ কোন গ্যাস পাওয়া যায় সব শতকরা কত শতাংশ।

২৮৭ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

alaminhossain ১৯ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৩ ২২৭ একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
...