বিজ্ঞান - সকল প্রশ্ন

avatar
টি ভোট
আইসোটোপ কাকে বলে
আইসোটোপ কাকে বলে? আইসোটোপ বলতে কি বোঝায়?
avatar
টি ভোট
অ্যালকাইল হ্যালাইড কাকে বলে?
অ্যালকাইল হ্যালাইড বা অ্যারাইল হ্যালাইড বলতে কি বোঝায়? 
avatar
টি ভোট
কার্বিল অ্যামিন পরীক্ষা কি?
কার্বিল অ্যামিন পরীক্ষা বলতে কি বোঝায়?
avatar
টি ভোট
অপসারণ বিক্রিয়া কি?
রসায়নের ভাষায়, অপসারণ বিক্রিয়া বলতে কি বোঝায়, বিস্তারিত জানতে চাই। 
avatar
টি ভোট
প্যারাফিন কি?
Paraffin কি?  প্যারাফিন বলতে কি বোঝ??
avatar
টি ভোট
ভরসংখ্যা কাকে বলে?
Mass Unit কাকে বলে? ভরসংখ্যা বলতে কি বোঝ?
avatar
টি ভোট
বর্তমান রসায়নের জনক কে?
বিজ্ঞানের একটি চমকপ্রদ বিষয় রসায়নের বর্তমান জনক কে??
avatar
+২ টি ভোট
ঝড় এবং শিলাবৃষ্টি এগুলো সাধারণত বিকাল কিংবা রাতেই ঘটে কেন?
সাধারণভাবে শুধু বৃষ্টি দিনের যেকোনো সময় হলেও ঝড়, শিলাবৃষ্টি এগুলো সাধারণত বিকাল কিংবা রাতেই ঘটতে দেখা যায় কেন?
avatar
+২ টি ভোট
সূর্যদয় এবং সূর্যাস্তের সময় সূর্যের রং লাল দেখায় কেন?
সূর্যদয় এবং সূর্যাস্তের সময় সূর্যের রং লাল দেখায় কেন? এর পিছনে মূল কারণ কি?
avatar
+২ টি ভোট
সনিক বুম (Sonic Boom) বলতে কি বুঝায়?
সনিক বুম (Sonic Boom) বলতে কি বুঝায়? এটা কিভাবে ঘটে?
avatar
+৩ টি ভোট
বেলুনে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়না কেন?
আমরা জানি বেলুনে হালকা গ্যাস হিসেবে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়। কেননা এটা সাধারণ বায়ুর থেকে হালকা। আমার প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম এর থেকে হালকা হওয়া সত্বেও বেলুনে ব্যবহার করা হয়না কেন?
avatar
+২ টি ভোট
S.T.P বলতে কি বুঝায়? এর মান কত?

S.T.P এর পূর্ণরূপ হল Standard Temperature and Pressure। বাংলায় একে প্রমাণ উষ্ণতা/তাপমাত্রা ও চাপ বলা হয়। S.T.P হল এমন একটি মান যাতে গ্যাসের আচরণকে আদর্শ গ্যাসের আচরণের সাথে তুলনা করা যায়।


S.T.P এর মান গুলো হলঃ

  • তাপমাত্রাঃ 0°C বা 273.15 K
  • চাপঃ 1.013×10⁵Pa বা 1 atm
  • এক মোল গ্যাসের আয়তনঃ 22.414 L


S.T.P-এর মানগুলি নির্ধারণ করা হয়েছে গ্যাসের আচরণের উপর গবেষণার মাধ্যমে। এই মানগুলিতে গ্যাসের আচরণকে আদর্শ গ্যাসের আচরণের সাথে তুলনা করলে, গ্যাসের আচরণের সাথে সম্পর্কিত বিভিন্ন সূত্র এবং সমীকরণগুলির সঠিকতা বৃদ্ধি পায়।

avatar
+২ টি ভোট
হাইড্রোলিক্স কি?

হাইড্রোলিক্স হল তরলের চাপ এবং প্রবাহের বৈশিষ্ট্যগুলির সাথে সম্পর্কিত প্রকৌশল বিজ্ঞানের একটি শাখা। এটি স্থিতিশীল বা গতিশীল অবস্থায় তরল পদার্থের আচরণ এবং ব্যবহার অধ্যয়ন করে। হাইড্রোলিক্সের প্রয়োগগুলির মধ্যে রয়েছে:

  • জলবিদ্যুৎ উৎপাদন
  • তেল ও গ্যাস উত্তোলন
  • শিল্প প্রক্রিয়াকরণ
  • যানবাহন
  • যন্ত্রপাতি
  • নির্মাণ

হাইড্রোলিক্সের মূলনীতিগুলি নিম্নরূপ:

  • চাপঃ তরলের চাপ হল তরলের স্তরের উচ্চতা এবং তরলের ঘনত্বের উপর নির্ভরশীল।
  • প্রবাহঃ তরলের প্রবাহ হল তরলের একটি নির্দিষ্ট দিকে চলাচলের হার।
  • সান্দ্রতাঃ তরলের সান্দ্রতা হল তরলের আণবিক আকর্ষণের শক্তির পরিমাপ।


হাইড্রোলিক্সের বিভিন্ন অংশগুলো হলো:

  • পাম্পঃ পাম্পগুলি তরলকে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করে।
  • টারবাইনঃ টারবাইনগুলি তরলের প্রবাহ থেকে শক্তি আহরণ করে।
  • ভালভঃ ভালভগুলি তরলের প্রবাহকে নিয়ন্ত্রণ করে।
  • সিলিন্ডারঃ সিলিন্ডারগুলি তরলের চাপ ব্যবহার করে বল প্রয়োগ করে।

হাইড্রোলিক্স একটি গুরুত্বপূর্ণ প্রকৌশল বিষয় যা আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়।

avatar
+২ টি ভোট
ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে তাপমাত্রা হ্রাস পায় কেন?
সাধারণভাবে ভূ-পৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া হবে তাপমাত্রা তো ততোই বাড়ার কথা। যেহেতু, ক্রমেই সূর্যের নিকটর্তী যাওয়া হচ্ছে। কিন্তু তা না হয়ে কিছু উচ্চতায় উঠার পর তাপমাত্রা কমতে শুরু করে। এর কারণ কি?
avatar
+২ টি ভোট
অনেক উচ্চতায় প্লেন চলার সময় পিছনে সাদা ধোয়ার মতো দাগ দেখা যায় কেন?

আজকে একটা বিষয় খেয়াল করলাম যখন প্লেন অনেক বেশি উচ্চতায় উড়ে তখন এর পিছনে সাদা ধোয়ার মত দাগ দেখা যায়। কিন্তু অল্প উচ্চতায় উড়া প্লেনের পিছনে এমনটি দেখা যায়না, এর পিছনে কারণ কি?


image

Image Credit: Marcus Dall Col

avatar
+৩ টি ভোট
নন নিউটনিয়ান ফ্লুইড বলতে কি বোঝায়?
নন নিউটনিয়ান ফ্লুইড বলতে কি বোঝায়? এর ব্যবহার কোথায়।
+৪ টি ভোট
ডায়মন্ড কাটা হয় কিভাবে?
আমরা জানি ডায়মন্ড সবচেয়ে কঠিন পদার্থ হিসেবে বিবেচিত। তাহলে একে কাটা হয় কিভাবে?

টি উত্তর
avatar
+৪ টি ভোট
জ্বর আসলে শরীর গরম থাকে কিন্তু তারপরেও ঠান্ডা লাগে কেন?
যতবারই জ্বর আসে শরীর গরম থাকে কিন্তু তারপরেও ঠান্ডা লাগে কেন? বিজ্ঞান কি বলে এ বিষয়ে?
avatar
+৪ টি ভোট
ফেরো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বলতে কি বুঝায়?
বিভিন্ন পদার্থ বিশেষ করে ধাতুর সাথে ফেরো ম্যাগনেটিক কথাটি ব্যবহার করা হয়। এটা দিয়ে মূলত কি বুঝায়?
avatar
+৬ টি ভোট
ইনফ্রারেড থার্মোমিটার কিভাবে কাজ করে?
ইনফ্রারেড থার্মোমিটার কিভাবে কোনো বস্তুকে স্পর্শ না করেই তার তাপমাত্রা বুঝতে পারে?

২৮৭ টি প্রশ্ন

২৭৬ টি উত্তর

২৯ টি মন্তব্য

৪৫ জন সদস্য

এই মাসের সেরা সদস্যগন

  1. avatar

সাম্প্রতিক ব্যাজ সমুহ

alaminhossain ১৯ একটি ব্যাজ পেয়েছেন
whoever ১৫ ৬৩ ২২৭ একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
তান একটি ব্যাজ পেয়েছেন
...